মুম্বই: শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল (Indian Cricket Team)। আর সেই সিরিজে নাও খেলতে পারে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। এখনও পর্যন্ত রোহিতের (Rohit Sharma) আঙুলের চোট সারেনি। দ্বিতীয় ওয়ান ম্যাচে খেলার সময় চোট পেয়েছিলেন। তবে তাদের ২ জনকেই ওয়ান ডে সিরিজে পাওয়া যাবে হয়ত। তবে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।


সূত্রের খবর, চেতন শর্মার (Chetan Sharma) নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী লঙ্কা বাহিনীর বিরুদ্ধে যে স্কোয়াড ঘোষণা করতে চলেছেন, সেখানে বিরাটকে ও রোহিতকে বাদ দিয়েই হয়ত দল সাজাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, ''বিরাট কোহলি আমাদের বলেছেন যে উনি টি-২০ খেলবেন না। ও একেবারে ওডিআই সিরিজ খেলবে। তবে ঠিক কতদিনের জন্য টি-২০ ক্রিকেট থেকে বিরতি নিচ্ছে তা এখনও পরিষ্কার হয় আমাদের কাছে। কিন্তু ওকে আমরা গুরুত্বপূর্ণ সিরিজের জন্য পরিকল্পনায় রাখছি। রোহিতকে নিয়ে আমরা এখনই কোনও কঠিন সিদ্ধান্ত নিতে চাই না। তাড়াহুড়ো করতে চাই না। ও ফিট হলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ও ব্যাটিং করছে, তবে ঝুঁকি নেব না।''


প্রস্তুতি শুরু হিটম্যানের


আজই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রোহিত দুইটি ছবি পোস্ট করেছেন যেখানে তাঁকে মাঠে ঘাম ঝড়াতে দেখা গিয়েছে। একটি ছবিতে রোহিতকে দৌড়তে দেখা যায় এবং অপরটিতে তিনি ক্যাচ ধরার অনুশীলন করছিলেন। পোস্টের ক্যাপশনে রোহিত লেখেন, 'গেটিং দেয়ার...' যার বাংলার অর্থ দাঁড়ায় ধীরে ধীরে লক্ষ্যে পোঁছনো। তবে অনুশীলনে ফিরলেও, রোহিতের আঙুলে এখনও ব্যান্ডেজ রয়েছে। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে (IND vs SL T20I) মাঠে নামতে পারবেন না বলেই জল্পনা শোনা যাচ্ছে। তাঁর সহ-অধিনায়ক কেএল রাহুলও সম্ভবত এই সিরিজে নেই। দুই তারকার অনুপস্থিতিতে হার্দিক পাণ্ড্য ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন বলে খবর।


রাহুল-আথিয়ার বিয়ে


সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন কেএল রাহুল (KL Rahul)। বাংলাদেশের পর আগামী বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। ৩ জানুয়ারি থেকে শুরু হবে সেই সিরিজ। তবে সম্ভবত এই দোটা সিরিজে রাহুল টিম ইন্ডিয়ার হয়ে খেলতে পারবেন না।