অ্যাডিলেড: পারথে একপেশেভাবে হেরেছিল ভারত। অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে পাল্টা লড়াই চালাল টিম ইন্ডিয়া। তবে ফলাফল পাল্টাল না। ফের অস্ট্রেলিয়ার কাছে হার। সিরিজও খোয়াতে হল। এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া।

Continues below advertisement

ম্যাচ হারলেও আলোচনায় রোহিত শর্মার ব্যাটিং। নেতৃত্ব হারানোর পর ব্য়াট হাতে সফল। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৭৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রোহিত। ভারত যখন ১৭ রান তুলতে গিয়ে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল, তখন রোহিতের ইনিংসই লড়াইয়ের মঞ্চ দেয়। শুভমন গিল (৯) এবং বিরাট কোহলি (০) একই ওভারে আউট হয়ে যান, এরপর রোহিত সতীর্থ শ্রেয়স আইয়ারের সঙ্গে ১১৮ রানের পার্টনারশিপ গড়েন। রোহিত শর্মা ৯৭ বলে ৭৫.২৬ স্ট্রাইক রেট-সহ ৭৩ রান করেন। এই ইনিংসে তিনি ২ টি ছয় এবং ৭ টি চার মারেন। এই ইনিংসে রোহিত ৩টি বড় রেকর্ড গড়েছেন।

সৌরভকে পিছনে ফেললেন

রোহিত শর্মা একদিনের ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পিছনে ফেলেছেন। এখন রোহিত এই তালিকায় তৃতীয় স্থানে চলে এসেছেন। সৌরভ চতুর্থ স্থানে নেমে গিয়েছেন। রোহিতের আগে শুধু সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি রয়েছেন।

Continues below advertisement

সচিন ভারতের হয়ে একদিনের ক্রিকেটে ১৮৪২৬ রান করেছেন। তিনি শুধু ভারত নয়, একদিনের ক্রিকেটে বিশ্বের সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান। বিরাট এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন, যিনি ১৪১৮১ রান করেছেন। যদিও অস্ট্রেলিয়ার এই সফর কোহলির জন্য দুঃস্বপ্নের মতো ছিল, কোহলি প্রথম ২ ম্যাচেই শূন্য করে ফিরেছেন।

প্রথম এশীয় ব্যাটসম্যান

রোহিত শর্মা ৭৩ রানের এই ইনিংসে ২ টি ছয় মেরেছেন, যা তিনি একটি ওভারেই মেরেছিলেন। এর সঙ্গেই তিনি সেনা দেশগুলিতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) ১৫০টি ছয় মারা প্রথম এশীয় ব্যাটসম্যান হয়ে গিয়েছেন। এটা প্রমাণ করে যে, তাঁকে ক্রিকেটের হিটম্যান এমনি এমনি বলা হয় না।

অস্ট্রেলিয়ায় ১০০০ রান পূর্ণ করলেন

রোহিত শর্মা বৃহস্পতিবার মাত্র ২ রান করার পরেই একটি বড় রেকর্ড নিজের নামে করে নিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০০ রান পূর্ণ করেন। অস্ট্রেলিয়ায় ১০০০ রান করা আরও ভারতীয় রয়েছেন, কিন্তু অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০০ রান করা রোহিত শর্মা প্রথম ভারতীয় ব্যাটসম্যান হয়ে গেলেন।