রাঁচি: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ান ডে ম্যাচে টানটান লড়াই চলে। শেষ ওভারে ১৭ রানে প্রোটিয়াদের পরাজিত করে তিন ম্য়াচের সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। তবে দলের জয়ের পাশাপাশি সেই শেষেই সাজঘরে ভারতীয় কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে রোহিত শর্মার (Rohit Sharma) কথোপকথন কিন্তু সোশ্যাল সমপরিমাণে শিরোনাম কেড়ে নিয়েছে।

Continues below advertisement

ভারতীয় দলের জয়ের পরে স্বাভাবিকভাবেই ক্যামেরা ভারতীয় সাজঘরের দিকে তাক করে। সেখানেই রোহিত এবং গম্ভীরকে বেশ সিরিয়াসভাবে কথোপকথন করতে দেখা যায়। এরপরেই সমর্থকদের মধ্যে জল্পনা শুরু হয়। গম্ভীরের কোচিংয়েই তো হঠাৎ করে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। তাঁর ওয়ান ডে অধিনায়কত্বও যায়। তাই গম্ভীরের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে বরাবরই না না রকম আলোচনা শোনা গিয়েছে। এবার এই ভাইরাল ছবির পরে তাঁদের মধ্যেকার সম্পর্ক নিয়ে জল্পনা যেন আরও বাড়ল।

 

Continues below advertisement

 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ ওয়ান ডে সিরিজে প্রথম ম্য়াচে অর্ধশতরানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। আটত্রিশ পেরিয়েও যে এখনও ব্যাট তলোয়াড়ের মত চলে, তার প্রমাণ দিয়েছেন। তাঁকে কি আদৌ ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে খেলতে দেখা যাবে? সেই নিয়েই চারিদিকে আলোচনা উঠেছে। কিন্তু রোহিত যদিও ২ বছর পর বিশ্বকাপে খেলতে মরিয়া। সেই ট্রফি জিততেও মরিয়া তিনি।

বিসিসিআইয়ের পোস্ট করা এক ভিডিও বার্তায় রোহিত জানিয়েছেন, 'দেশের জন্য যতবারই খেলতে নামি, সমান উৎসাহ ও উদ্দীপনা নিয়ে খেলতে নামি। এটা ৩৮ বা ২৮ বছর বয়সের কোনও বিষয় নয়। ওয়ান ডে ফর্ম্য়াট টেস্ট ও টি-টোয়েন্টির সংমিশ্রণ বলা যেতে পারে। তাই আপনাকে স্কিলফুল প্লেয়ার হতেই হবে। বিশেষ করে আমার জন্য। কারণ আমি ওপেনে নামি। বল সেই সময় শক্ত থাকে। স্যুইং হয় ভাল। এই সময়ে নিজের টেস্ট মাইন্ডসেটে খেলাটা প্রয়োজন। যত পারা যায় বল বুঝে ছেড়ে দেওয়া উচিত।'

আগামী ওয়ান ডে বিশ্বকাপ খেলার জন্য যে কতটা উদগ্রীব রোহিত, তার আভাস দিয়ে হিটম্যান বলেন, 'আমি ২০ বছর বয়সে যখন খেলা শুরু করেছিলাম, আমার যা মানসিকতা ছিল, এখনও ঠিক তেমনই আছে। প্রত্যেক ম্য়াচই আমি আমার অভিষেক ম্য়াচ হিসেবে দেখি। সেভাবেই নিজেকে প্রস্তুত করছেন।'