নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ওয়ান ডে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বর্তমানে চর্চার কেন্দ্রে। তাঁর ওয়ান ডে ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। এইসবের মাঝেই রোহিত শর্মা ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে তিনি এবার কিন্তু ব্যাট, বলে তাঁর পারফরম্যান্সের জন্য নয়, বরং ডান্স ফ্লোরে তাঁর নাচের জন্য ভাইরাল।

রোহিতের স্ত্রী রীতিকা সাজদের (Ritika Sajdeh) ভাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সেই বিয়ের অনুষ্ঠানেই একেবারে অচেনা, অজানা রোহিতকে দেখা গেল। তবে এই ভিডিও এখনকার নয়, সম্ভবত দুই বছর পুরানো ২০২৩ সালের। সেই ভিডিওতে রোহিত ও রীতিকার সঙ্গে আরও এক মহিলাকে নাচ করতে দেখা যাচ্ছে। তিনি সম্ভবত রীতিকার ভাইয়ের স্ত্রী। সেই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর কেড়েছেন।

 

উক্ত ভিডিওতে রীতিকা ও রোহিতকে ওই বিশেষ দিনে তো নাচ করতে দেখা যাচ্ছেই, পাশাপাশি তাঁদের এই পারফরম্যান্সের পূর্বে নিজেদের বাড়িতে কড়া অনুশীলন করতেও দেখা যাচ্ছে।  

প্রসঙ্গত, জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ ম্যাচে খেতাব উঠেছিল ভারতীয় দলের হাতে। তা সত্ত্বেও রোহিত শর্মার ওয়ান ডে ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। কোথাও শোনা যাচ্ছে বোর্ড চায় তিনি বিজয় হাজারে ট্রফি খেলে ফিটনেস ও ফর্ম প্রমাণ করতে হবে। কোনও কোনও রিপোর্ট আবার দাবি করছে রোহিত হয়তো ভারতীয় 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবেন। সেইসব জল্পনা, কল্পনার মাঝেই নিজের প্রস্তুতি সারতে কিন্তু নেমে পড়লেন রোহিত।

ভারতীয় ওয়ান ডে অধিনায়ককে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ তথা তাঁর একদা সতীর্থের সঙ্গে ঘাম ঝরাতে দেখা গেল। আইপিএলের পর থেকে কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি রোহিত শর্মা। তিনি ইংল্যান্ডে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ় উপস্থিত ছিলেন বটে, তবে টেস্ট থেকে অবসর নেওয়ায় সেখানে তিনি দর্শক হিসাবেই গিয়েছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে তো গত বছরই আলবিদা জানিয়েছিলেন রোহিত। তাই আসন্ন এশিয়া কাপেও দেখা যাবে না তাঁকে। ফলে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকেও দূরে রয়েছেন 'হিটম্যান'।

আইপিএলের পরে এতদিন তিনি ছুটি কাটাচ্ছিলেন। তবে সেই ছুটি শেষে দেশে ফিরেছেন রোহিত এবং দেশে ফিরে এবার ফিটনেস ফিরে পেতে কাজে লেগে পরলেন তিনি। রোহিত নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাঁকে প্রাক্তন ভারতীয় সহকারী কোচ তথা তাঁর প্রাক্তন রঞ্জি সতীর্থ ও বন্ধু অভিষেক নায়ারের সঙ্গে জিমে দেখা যাচ্ছে। দুইজনকেই ছবিতে বেশ হাসিমুখেই দেখা যাচ্ছে।