মুম্বই: সাম্প্রতিক অতীতে বারংবার তীরে এসে ডুবছিল তরী। ১৩ মাসে দুই আইসিসি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেও খালি হাতে মাঠ ছাড়তে হয়েছিল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দলকে (Indian Cricket Team)। তবে বার্বাডোজ়ে সেই হতাশা কাটিয়ে অবশেষে ১১ বছর পর বিশ্বখেতাব এসেছে টিম ইন্ডিয়ার দখলে। বুধবার বিশ্বজয়ী সেই ভারতীয় দলকে সাদরে বরণ করলেন দেশবাসী। নয়াদিল্লি বিমানবন্দর হোক বা মুম্বইয়ে টিম ইন্ডিয়ার বাস প্যারেড, চারিদিকে লোকে লোকারণ্য।


টিম ইন্ডিয়ার সাফল্যের অন্যতম বড় কারিগর, দলের অধিনায়ক রোহিত শর্মা নিজের চেনা শহরে জনজোয়ার দেখে স্বাভাবিকভাবেই আপ্লুত, আবেগঘন। বাস প্যারেড চলাকালীন কাতার আরব সাগরের তীরে মেরিন ড্রাইভে জনজোয়ার দেখে আবেগঘন রোহিতের এক ভিডিও সদ্যই বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। সেখানে দেশবাসী ও প্রাক্তনীদের টি-টোয়েন্টি ট্রফি উৎসর্গ করা থেকে দর্শকদের কৃতজ্ঞতা জানাতে দেখা যায় 'হিটম্যান'কে।


রোহিত কিন্তু এই প্রথম নয়, এর আগেও এমন এক বাস প্যারেডের সাক্ষী থেকেছেন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বজয়ী ভারতীয় দলের অংশ ছিলেন তিনি। ২০০৭ না, ২০২৪ সাল? কোন বিশ্বকাপ জয়টিকে এগিয়ে রাখবেন রোহিত? ভারতীয় অধিনায়ক বলেন, '২০০৭ সালের ক্ষেত্রে গোটা বিষয়টা বিকেলে শুরু হয়েছিল। আজ তো এখন রাত গিয়েছে। ২০০৭ ভোলা সম্ভব নয়, কারণ ওটা তো আমার ক্রিকেটার হিসাবে প্রথম বিশ্বকাপ ছিল। এবারে দলের অধিনায়ক ছিলাম আমি, তাই আমার কাছে এবারের সফরটা বেশি পছন্দের।'


 






মায়ানগরী রোহিতের হাতের তালুর মতো চেনা। এখানেই তো তাঁর জন্ম, বেড়ে ওঠা। মুম্বইকে হাতের তালুর মতো চেনা। নিজের শহরবাসীর প্রশংসা করে রোহিত বলেন, 'মুম্বই কখনই হতাশ করে না। আমরা দারুণ অভ্যর্থনা পেয়েছি। দলের তরফে আমি সকল সমর্থককে ধন্যবাদ জানাতে চাই। আমি অত্যন্ত খুশি এবং স্বস্তি পেয়েছি।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: মায়ানগরীতে স্মরণীয় বাস প্যারেড, বিশ্বজয়ী রোহিত, বিরাটদের দেখে আবেগঘন শাহরুখের বিশেষ বার্তা