সন্দীপ সরকার, কলকাতা: প্রথমে ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের কাছে টেস্ট সিরিজে লজ্জার হোাইটওয়াশ। যা দেশের মাটিতে প্রথমবার টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার নজির ভারতের। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে এগিয়ে গিয়েও পরাজয়। শুধু যে বর্ডার-গাওস্কর ট্রফিই হাতছাড়া হয়েছে তা নয়, ফস্কে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগও।
বাইশ গজের বিপর্যয়ে তিতিবিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কড়া হাতে এবার দলকে শৃঙ্খলাবদ্ধ করতে উঠে পড়ে লেগেছেন বোর্ড কর্তারা। যার প্রথম পদক্ষেপ হিসাবে ক্রিকেটারদের হাতে দশ দফা ফতোয়া ধরানো হয়েছে বলে ভারতীয় ক্রিকেট দল সূত্রে খবর। সেখানে যেমন জাতীয় দলের ম্যাচ না থাকলে ভারতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলা বাধ্যতামূলক করার মতো নিয়ম রয়েছে, সেরকমই সিরিজ চলাকালীন আলাদা যাতায়াত না করে দলের সঙ্গে আসা-যাওয়ার মতো নিয়মানুবর্তিতায় দলকে বাঁধার সিদ্ধান্ত হয়েছে।
এই পর্যন্ত সব ঠিক আছে। ভারতীয় ক্রিকেটে এসব খুব একটা স্বাভাবিক না হলেও, অগ্নুৎপাতের মতো পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু লাভা উদগীরণ শুরু হয়ে গিয়েছে দশ দফার একটি ফতোয়া নিয়ে। আর সেটা হল, সিরিজ চলাকালীন স্ত্রী-বান্ধবীদের উপস্থিতি নিয়ে বিধিনিষেধ। এমন নয় যে, ক্রিকেটারদের সঙ্গে পরিবারের সদস্যদের থাকা একেবারে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। তবে সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। যেমন লম্বা বিদেশ সফর হলে স্ত্রীরা মেরেকেটে ২ সপ্তাহ ক্রিকেটারদের সঙ্গে থাকার অনুমতি পাবেন। অর্থাৎ, ভারত যদি ইংল্যান্ডের মাটিতে প্রায় ২ মাস থেকে ৫ টেস্ট ম্যাচের সিরিজ খেলে, সেক্ষেত্রে অনুষ্কা শর্মা বা রীতিকা সাজদেহরা দিন পনেরো কাটাতে পারবেন সেখানে।
আর এই নিয়ম নিয়েই তুমুল খটাখটি বেঁধে গিয়েছে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের। অনড় দু'পক্ষই। ক্রিকেটারেরা মনে করছেন, এই নিয়ম কার্যত বোর্ডিং স্কুলের মতো। তাঁদের দক্ষতাকে গুরুত্ব না দিয়ে বাইরের আলোচনায় প্রভাবিত হয়ে পড়ে বোর্ড যে সিদ্ধান্ত নিচ্ছে, তা অপেশাদার বলেও মনে করছেন ক্রিকেটারদের অনেকে। বলাবলি শুরু হয়েছে, এর আগে রবি শাস্ত্রী কোচ থাকাকালীন যেভাবে বিরাটকে বান্ধবী অনুষ্কাকে নিয়ে অস্ট্রেলিয়া সফর করার অনুমতি দিয়েছিলেন এবং কোহলি যেভাবে চার টেস্টে চার সেঞ্চুরি করে মাইলফলক তৈরি করেছিলেন, তা উদাহরণ হওয়া উচিত।
তবে বোর্ডও অনড়। বোর্ড কর্তারা মনে করছেন, ক্রিকেটারদের মনঃসংযোগ নষ্ট হচ্ছে পরিবার গুরুত্বপূর্ণ সিরিজের সময় আঠার মতো লেপ্টে থাকলে।
যুযুধান দু'পক্ষের মধ্যে কি মধ্যস্থতা সম্ভব? এ নিয়ে শনিবারই বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন রোহিত শর্মা। ভারতীয় বোর্ডের বিশ্বস্ত সূত্রের খবর, শনিবার দুপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনী বৈঠকের পরই বোর্ডের নবনিযুক্ত সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন রোহিত। যে বৈঠকের আলোচ্যসূচিতে ছিল ক্রিকেটারদের সঙ্গে সিরিজ চলাকালীন স্ত্রী-পরিবার রাখা নিয়ে নিয়মের জাঁতাকল।
শোনা যাচ্ছে, দু'তরফে সদর্থক আলোচনা হয়েছে। দু'তরফই হয়তো কিছুটা করে নমনীয়তা দেখানোর ইঙ্গিত দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন অনুষ্কা-রীতিকাদের টিম ইন্ডিয়ার সঙ্গে মরুদেশ দুবাইয়ে দেখা যায় কি না, সেটাই এখন দেখার।
আরও পড়ুন: অগ্নিগর্ভ মোহনবাগানের সভা! মারধরের অভিযোগ দেবাশিস গোষ্ঠীর, পাল্টা কী বললেন সৃঞ্জয়?