কলম্বো: ওয়ান ডে সিরিজের (ODI Series) দ্বিতীয় ম্য়াচে আজ ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) মুখোমুখি হতে চলেছে। প্রথম ম্য়াচ টাই হওয়ার পর এই ম্য়াচে যে দল জিতবে তাঁরাই সিরিজে এগিয়ে যাবে। আর এই ম্য়াচেই একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে আগের ম্য়াচে অর্ধশতরান হাঁকিয়েছিলেন হিটম্য়ান। এদিনের ম্যাচেও যদি রোহিতের ব্যাট জ্বলে ওঠে, তবে কিন্তু একাধিক রেকর্ড গড়তে পারেন ভারত অধিনায়ক।


এক নজরে দেখে নিন রোহিত যে যে রেকর্ডের সামনে দাঁড়িয়ে-


আর মাত্র দু রান করলেই রাহুল দ্রাবিড়কে টেক্কা দিয়ে দেবেন রোহিত। ভারতের চতুর্থ সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে যাবেন ভারত অধিনায়ক।


রোহিত শর্মা আর মাত্র ৭ রান করলেই ওয়ান ডে ফর্ম্য়াটে রানের নিরিখে টপকে যাবেন মহেন্দ্র সিংহ ধোনিকে। 


ক্রিস গেল ওয়ান ডে ক্রিকেটে ৩৩১টি ছক্কা হাঁকিয়েছেন। আর ছয়টি ছক্কা হাঁকালেই রোহিত শর্মা গেলকে টেক্কা দিয়ে ওয়ান ডে ফর্ম্য়াটে সর্বাধিক ছক্কার মালিক হয়ে যাবেন। 


শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে একপেশে লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। সেই সিরিজেই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে অভিষেক হয় সূর্যকুমার যাদবের। গৌতম গম্ভীরের সঙ্গে জুটি বেঁধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক সূর্যকুমার দুর্দান্ত শুরু করেছিলেন পথ চলা। রোহিত শর্মা টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে অবসর নেওয়ায় সূর্যকুমারকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। তবে ওয়ান ডে ফর্ম্য়াটে প্রথম ম্য়াচে ভারতের পারফরম্য়ান্স নিয়ে কিছুটা চিন্তা বাড়িয়েছে। 


আগের ম্য়াচে প্রথমে ব্য়াটিং করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৩০ রান বোর্ডে তুলেছিল শ্রীলঙ্কা। ভারতের সামনে সহজ লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু লঙ্কা স্পিন আক্রমণের সামনে চাপে পড়ে যায় ভারতীয় দল। দলের তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩ উইকেট নেন একাই। অন্য়দিকে ২ উইকেট নেন চারিথ আসালাঙ্কা। বিরাট কোহলিও বড় রান করতে পারেননি। 


এদিকে, হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ছিটকে গিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কা বোর্ডের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ''হাসারাঙ্গা হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ছিটকে গিয়েছেন ওয়ান ডে সিরিজের বাকি দুটো ম্য়াচ থেকে। ওঁর ব্যথা রয়েছে। প্রথম ওয়ান ডে ম্য়াচের ১০ নম্বর ওভারের শেষ বল করার সময় চোট পান। এমআরআইয়ের পর চোট নিশ্চিত হয়েছে। জেফরে ভ্যানডারসেকে হাসারাঙ্গার পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে।''