বেঙ্গালুরু: বর্তমানে এশিয়া কাপের ম্যাচ খেলতে ব্যস্ত টিম ইন্ডিয়া। আজই ভারতীয় দল 'সুপার ফোর'-এ নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। তবে একদিকে যেখানে রমরমিয়ে মহাদেশের সেরা হওয়ার লড়াই চলছে, সেখানে অপরদিকে ক্রমই কিন্তু রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির সম্ভাব্য কামব্যাকের দিনক্ষণ সামনে এগিয়ে আসছে। আর মাসখানেকও বাকি নেই। ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ়েই সম্ভবত জাতীয় দলে নিজেদের কামব্যাক ঘটাবেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা।
রোহিত বা বিরাট কেউই আইপিএলের পর থেকে কোনওরকমের পেশাদার ক্রিকেট খেলেননি। অস্ট্রেলিয়ার 'এ'-র বিরুদ্ধে ভারতীয় 'এ' দলের তিন ম্যাচের সিরিজ়ে রোহিতদের খেলার জল্পনা শোনা গেলেও তাঁদের দলে রাখা হয়নি। তবে দীর্ঘ সময়ে পরে পেশাদার ক্রিকেটে ফেরার উদ্দেশ্যে কিন্তু রোহিত, বিরাটরা নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। মাঝেমধ্যেই বিরাট কোহলিকে লন্ডনের আইকনিক লর্ডসে ব্যাট হাতে অনুশীলন সারতে দেখা যাচ্ছে। তার না না ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। রোহিতও কিন্তু সম্পূর্ণ ফিট হতে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছেন।
ভারতীয় ওয়ান ডে দলের অধিনায়ক আপাতত সপ্তাহখানেক বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সেই নিজের ম্য়াচফিটনেস ফিরে পাওয়ার কাজ চালাচ্ছেন। সেখানেই বৈভব সূর্যবংশীদের সঙ্গে দেখা হয়ে গেল রোহিতের। সেই সাক্ষাতের ছবি বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয়েছে।
আসলে বেঙ্গালুরুতেই সেন্টার অফ এক্সিলেন্সে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলও রয়েছে। সেই দলের অংশ বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। সেই অনূর্ধ্ব ১৯ দলকেই নিজের ফিটনেস নিয়ে কাজ করার ফাঁকে শনিবার কিছু টিপস দিতে দেখা যায় রোহিতকে। পরবর্তী প্রজন্মের তারকাদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন 'হিটম্যান'। বিসিসিআইয়ের তরফে রোহিতের সঙ্গে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের আলোচনার ছবি শেয়াক করে ক্যাপশনে লেখা হয়, 'পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করছেন। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে রোহিত শর্মা অনূর্ধ্ব ১৯ দলের ছেলেদের সঙ্গে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও জীবনের না না সময়ে পাওয়া শিক্ষা ভাগ করে নিচ্ছেন।'
প্রসঙ্গত, কিছুদিন আগেই রোহিতকে বেঙ্গালুরুতেই সরফরাজ খানের সঙ্গে কথাবার্তা বলতে ও তরুণ আয়ুষ মাত্রেকে ব্য়াট উপহার দিতে দেখা গিয়েছিল। রোহিত যে শুধু বেঙ্গালুরুতে নিজের ফিটনেস নিয়েই কাজ করছেন না, পরবর্তী প্রজন্মকেও উদ্বুদ্ধ করছেন, তা বলাই বাহুল্য।