মুম্বই: দুরন্ত পারফর্ম করেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ হাতছাড়া করেছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বিশ্বকাপের পর থেকেই ৩৬-এর রোহিত শর্মার ভবিষ্যত নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী রোহিত আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না। বিসিসিআই সূত্রে খবর বিশ্বকাপ শুরুর আগেই 'হিটম্যান' নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ভবিষ্যত নিয়ে বোর্ডের সঙ্গে যাবতীয় আলোচনা সেরে ফেলেছেন।
রোহিত নিজেই নিজেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে সরিয়ে রেখেছেন। তিনি এই বিষয়ে নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গেও কথা বলেছেন বলে বিসিসিআই সূত্র মারফৎ জানা যায়। উক্ত বিসিসিআই কর্তা পিটিআইকে নাম গোপন রাখার শর্তে বলেন, 'এটা তো নতুন কিছু নয়। রোহিত বিগত এক বছরে টি-টোয়েন্টি খেলেইনি, কারণ ও ওয়ান ডে বিশ্বকাপের দিকে নজর রেখেছিল। নির্বাচকপ্রধান অজিত আগরকরের সঙ্গে এই বিষয়ে ওর গভীর আলোচনাও হয়েছে। ও নিজেই নিজেকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে রেখেছে। গোটা সিদ্ধান্তটাই রোহিতের ব্য়ক্তিগত।'
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মা ভারতের হয়ে আর একটিও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। রোহিত এখনও পর্যন্ত ১৪৮টি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই ফর্ম্য়াটে কোহলির পরে তাঁর করা ৩৮৫৩ রানই সর্বোচ্চ। তবে তিনি নিজেই আপাতত এই ফর্ম্যাট থেকে সরে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে হার্দিক পাণ্ড্যই সাম্প্রতিক সময়ে ভারতীয় দলকে এই ফর্ম্য়াটে নেতৃত্ব দিয়েছেন।
কেরিয়ারের এই পর্যায়ে এসে রোহিতের পক্ষে নিজেকে চোট আঘাতমুক্ত রাখার জন্য এই সিদ্ধান্তটা নেওয়াটা কিন্তু একেবারেই বিস্ময়কর নয়। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা কর্মসূচিতে নাগাড়ে তিন ফর্ম্যাট খেলে যাওয়াটা বেশ চ্যালেঞ্জিং। অবশ্য তিনি অতীতে আসন্ন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং যুক্তরাষ্ট্রে আয়োজিত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের পূর্বাভাস দিয়েছেন। তাই তিনি যে আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেনই না, এই বিষয়ে নিশ্চিত করে কিছুই এখনই বলা যাচ্ছে না। তবে শোনা যাচ্ছে সীমিত ওভারের ক্রিকেটের বদলে রোহিত লাল বলের ক্রিকেটেই বেশি মনোনিয়োগ করতে চান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: দলের জন্য খেল, অজ়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের আগে সতীর্থদের বার্তা অধিনায়ক সূর্যর