ইনদওর: সীমিত ওভারের ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। বছরের শুরুতেই শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর ওয়ান ডে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। বছরের শেষের দিকে দেশের মাটিতে আয়োজিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ। সেই বিশ্বকাপে আয়োজক দেশ হিসাবে সরাসরি মূলপূর্বে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের জায়গা এখনও পাকা নয়। ফাইনালে পৌঁছতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতের ভাল পারফরম্যান্স করাটা জরুরি। 

বুমরার আপডেট

অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষকে হারাতে ভারতীয় তারকাদের নিজেদের সেরাটা দিতে হবে। সেই সিরিজে দলের তারকা বোলার যশপ্রীত বুমরা কি আদৌ ভারতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন? অধিনায়ক রোহিতের কথায় কিন্তু ভারতীয় সমর্থকরা হতাশই হবেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ শেষে তিনি বলেন, 'বুমরার বিষয়ে এখনই নিশ্চিত হয়ে আমি কিছু বলতে পারব না। প্রথম দুই টেস্ট ম্যাচে ওর খেলার কোনও সম্ভাবনা নেই। সিরিজের শেষ দুই টেস্ট ম্য়াচে ও খেললেও খেলতে পারে। পিঠের চোটে সবসময়ই একটা ঝুঁকি থাকে, তাই তাড়াহুড়ো করে ওকে মাঠে ফেরাতে চাই না। আমাদের আরও অনেক ক্রিকেট খেলতে হবে।'

ফিটনেসে নজর

রোহিত আরও জানান, ভারতীয় ম্যানেজমেন্ট বুমরার বিষয়ে নিরন্তর খোঁজখবর রাখছে। 'জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ এবং ফিজিওদের সঙ্গে আমরা নিরন্তর যোগাযোগ রাখছি। ওর ফিটনেসের প্রতিটি বিষয়ে নজর রাখা হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হতে ওর যতটা সময় প্রয়োজন, মেডিক্যাল দল ওকে ততটা সময় দেবে।' বলেন ভারতীয় অধিনায়ক। বুমরা গত বছর অস্ট্রেলিয়ার সিরিজের পর থেকেই ভারতীয় দলের বাইরে রয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর প্রত্যাবর্তন ঘটানোর কথা থাকলেও. চোট না সারায় শেষ মুহূর্তে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। এবার অস্ট্রেলিয়া সিরিজেও তাঁর খেলা নিয়ে তৈরি হল সংশয়।

সেরা দলে পন্থ

সদ্যই আইসিসির তরফে তিন ফর্ম্যাটের বর্ষসেরা দলগুলি ঘোষণা করা হয়েছে। টেস্ট এবং টি-টোয়েন্টি দলে একাধিক ভারতীয় তারকা সুযোগ পেলেও, আইসিসির টেস্ট দলে (ICC Test Team of the year) কেবল একজন ভারতীয় তারকাই সুযোগ পেলেন। তিনি ঋষভ পন্থ (Rishabh Pant)। ২০২২ সালে ভারতের তারকা কিপার-ব্যাটার পন্থ টেস্ট ক্রিকেটে একাধিক চোখধাঁধানো ইনিংস খেলেছেন। তারই সুফল পেলে ঋষভ।

পন্থ লাল বলের ক্রিকেটে গত বছর ১২টি ইনিংসে ৬১.৮১ গড় ও ৯০.৯০ স্ট্রাইক রেটে ৬৮০ রান করেছেন। ভারতের তারকা ক্রিকেটার দুইটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন। এর পাশাপাশি দস্তানা হাতে তিনি ছয়টি স্টাম্পিং করেছেন এবং ২৩টি ক্যাচও ধরেন। এর সুবাদেই তিনি আইসিসির বর্ষসেরা টেস্ট দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।

আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা টেস্ট দলে সুযোগ পেলেন কেবল এক ভারতীয়