মুম্বই: ১১ বছর পর আইসিসি ট্রফি ঘরে তুলতে পেরেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এরপর ২০২৪ সাল। রোহিত শর্মার নেতৃত্বে বার্বাডোজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জেতে ভারতীয় ক্রিকেট দল। ২৯ জুন বার্বাডোজে সেই রাত এখনও চোখের সামনে টাটকা রোহিত শর্মা। কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য যখন সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল অনুশীলনে ব্যস্ত, তখন একটি ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে এসেছিলেন রোহিত। সেখানেই টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন বাকিদের সঙ্গে। 


রোহিত বলেন, ''আমাদের সবার একটাই লক্ষ্য ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। একবার ট্রফিটা জেতার পর মনে হয়েছিল যেন প্রাণ ফিরে পেলাম সবাই। আমি নিশ্চিত এই অ্যাকাডেমি থেকেই আগামীর শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, যশপ্রীত বুমরারা উঠে আসবে।'' টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রোহিত। মোট ৮ ম্য়াচে ২৫৭ রান করেছিলেন ১৫৭ স্ট্রাইক রেটে। তিনটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন রোহিত। ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ৯২।


২০০৭ সালে ধোনির নেতৃত্বে প্রথমবার যখন ভারত টি-টােয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। সেবারও দলের সদস্য় ছিলেন রোহিত। তবে তখন তরুণ ছিলেন তিনি। এবার অধিনায়ক হিসেবে দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন। 


রোহিতের নেতৃত্বেই আইসিসি প্রতিযোগিতায় ভারতের ১১ বছরের ট্রফি খরা কেটেছে। সম্প্রতি মহারাষ্ট্রের রাশিনে একটি অনুষ্ঠানে রোহিতের নামে জয়োধ্বনি ওঠে। ক্রিকেটপ্রেমীরা দাবি তোলেন, পরের বিশ্বকাপেও ভারতের অধিনায়ক হিসাবে রোহিতকেই জেখতে চান তাঁরা। 


জনৈক এক ব্যক্তি বলেন, 'গোটা দেশের হয়ে রোহিতকে আমি অনুরোধ করব আমরা আর একটা বিশ্বকাপ জিততে চাই আর সেই বিশ্বকাপে অধিনায়ক হিসাবে কাকে দেখতে চাই?' এটুকু শোনার পরই জনতা স্লোগান তোলে, 'রোহিত, রোহিত।' তখন ওই ব্যক্তি রোহিতকে বলেন, 'জনতা চাইছে আর একটি বিশ্বকাপে আপনি দেশকে নেতৃত্ব দেন। সেটাই আপনাকে অনুরোধ করব। ধন্যবাদ।'


বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের নেতৃত্বেই ২ ম্য়াচের টেস্ট সিরিজে টাইগারদের ক্লিনস্যুইপ করেছে টিম ইন্ডিয়া। আগামী ৯ অক্টোবর থেকে ভারত-বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি ম্য়াচের সিরিজ খেলবে। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে ফের রোহিতকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে।