দুবাই: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Womens T20 World Cup 2024) ইতিহাস গড়ল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল (Bangladesh Womens Cricket Team)। স্কটল্যান্ডের বিরুদ্ধে কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্য়াচ জেতার সঙ্গে সঙ্গে একটি রেকর্ডও গড়লেন তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশ মহিলা ব্রিগেড (Bangladesh Womens T20 World Cup) গত ১৬ ম্য়াচে টানা হেরেছিল। অবশেষে ১৭ তম ম্য়াচে জয় ছিনিয়ে নিল বাংলাদেশের মহিলাক ক্রিকেট দল। 


এর আগে প্রথমে ব্য়াট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান বোর্ডে তুলে নিয়েছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। টাইগারদের ওপেনার সাথি রানী ৩২ বলে ২৯ রানের ইনিংস খেলেন। ৩টি বাউন্ডারি হাঁকান তিনি। শোভানা মোস্তারে ৩৬ রানের ইনিংস খেলেন। ক্যাপ্টেন নিগার সুলতানা ১৮ রানের ইনিংস খেলেন। 


জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড মহিলা ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি। তাদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ৫২ বলে ৪৯ রানের ইনিংস খেলেন। 


এবার মহিলাদের ক্রিকেটেও কি ছাপ ফেলতে পারবে টিম ইন্ডিয়া? হরমনপ্রীত কৌরের নেতৃত্বে কি প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে ভারতের মহিলা দল? গোটা দেশ সেদিকে তাকিয়ে। সংযুক্ত আরব আমিরশাহিতে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করার আগে হরমনপ্রীত, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা পেয়ে গেলেন পুরুষ দলের তারকাদের শুভেচ্ছাবার্তা। যা মনোবল আরও বাড়াবে ভারতীয় দলের। 


প্রথম ম্য়াচে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর আগামী রবিবার ৬ আগস্ট দুবাইয়ে ভারত-পাকিস্তান ডুয়েল। আর এই দুবাইয়ে এখনও তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। বিকেলের ম্য়াচ। ফলে সেই সময় গরম একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেল স্মৃতি মন্ধানা বলছেন, ''বিকেলের খেলাটা সত্যিই আমাদের কাছে একটু চ্যালেঞ্জিং হতে পারে। কিন্তু যখন তুমি ভারতীয় দলের জার্সিতে খেলবে, তখন কোনও অজুহাত দেওয়া একদমই উচিত নয়। তোমাকে সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকতেই হবে। তবে আমরা অনেকগুলো প্র্যাক্টিস সেশন করেছিলাম বিকেলের দিকে। ফলে পাকিস্তানের বিরুদ্ধে নামার সময় আমরা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারব। মানসিকভাবে আমাকে অনেক শক্তিশালী থাকতে হবে। এটা কখনওই সহজ কাজ নয়। ভারত থেকে গিয়ে মানিয়ে নেওয়াটা চাপের হয়। বিশেষ করে প্রথম কয়েকদিন।''