মুম্বই: বর্ডার-গাওস্কর ট্রফিতে বড় রানের ইনিংস খেলতে ব্য়র্থ, সিরিজ়ের শেষ টেস্ট ম্য়াচে নিজেই নিজেকে ড্রপ করলেও তৎকালীন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) দাবি করেছিলেন তনি অবসর নিচ্ছেন না। এই জল্পনা সম্পূর্ণ ভুয়ো। তবে তার ঠিক পরের সফরের আগেই রোহিত টেস্টকে আলবিদা জানান। তারপর থেকে এখনও পর্যন্ত কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেননি তিনি। তাঁর হঠাৎ টেস্ট অবসরের পিছনে অনেকেই অন্য গন্ধ খুঁজে পাচ্ছিলেন। এবার নিজেই টেস্ট ক্রিকেট নিয়ে মুখ খুললেন রোহিত।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক দেশের হয়ে ৬৭টি টেস্ট ম্য়াচ খেলে ৪০-র অধিক গড়ে ৪৩০১ রান করেছেন। কেরিয়ারের শুরুর দিকে টেস্ট দলে জায়গা পাওয়াটা তাঁর জন্য় বেশ কঠিন হলেও, সেখান থেকে অধিনায়ক হওয়ার সফরটা সহজ ছিল না। তবে হঠাৎই রোহিতের অবসর অনেক প্রশ্ন খাড়া করে। তিনি ঠিক কী কারণে অবসর নিয়েছিলেন? সম্প্রতি এক ইভেন্টে রোহিত জানান, 'টেস্ট ক্রিকেট সময় চায়। পাঁচ দিন টিকে থাকতে হয় তো। মানসিকভাবে এটা ভীষণই চ্যালেঞ্জিং এবং কঠিন। সন এনার্জি শুষে নেয়।'

এই ধকলই কী তাহলে রোহিতের অবসরের প্রাথমিক কারণ? সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু না বললেও, রোহিত অবশ্য জানান মুম্বই ক্রিকেটে ছোট থেকেই এই ধকল নেওয়ার জন্য সকলকে প্রস্তুত করা হয়। এই প্রস্তুতিই সবটা সামলাতে সাহায্য করে। 'মুম্বইয়ে তো ক্লাব ম্যাচগুলিও দুই, তিনদিন চলে। আমাদের সেইভাবেই তৈরি করা হয়। ছোটবেলা থেকে এইগুলি লম্বা ফর্ম্যাটের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করে যাতে তাঁরা কঠিন সময়ে নিজেদের সেরাটা দিতে পারে।'

নিজের সফর নিয়ে রোহিত বলেন, 'আমার শুরুর দিকে কেবল খেলাটা উপভোগ করার কথাই ভাবতাম। তখন সেই বয়সে প্রস্তুতি কতটা জরুরি, সেটা বুঝতাম না। তবে সময়ের সঙ্গে সঙ্গে সিনিয়র খেলোয়াড়, কোচেদের সঙ্গে কথা বলে এর গুরুত্বটা বঝুতে শুরু করি। এই প্রস্তুতিটাই ক্রিকেট বিশেষত টেস্ট ক্রিকেটের জন্য যেটা সবথেকে জরুরি, সেই নিয়মানুবর্তিতাটা আমাদের মধ্যে আনতে সাহায্য করে। প্রস্তুতি সারতেও বেশ অনেকটা সময় লাগে। কারণ একবার ম্য়াচ শুরু হয়ে গেলে তো আর প্রস্তুতির কিছু নেই। তখন পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে, চাপ সামলাতে হবে। ব্যাট বা বল হাতে দলের হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাই নিজেকে ম্যাচের আগে প্রস্তুত করতে হয় যাতে ম্যাচে সেই অনুযায়ী যা করণীয় সেটা করতে পারি।'