মুম্বই: ভারতীয় দলে (Indian Cricket Team) তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আন্তর্জাতিক টি-২০ থেকে আগেই অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারত টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জেতার পরই। তবে টেস্ট ও ওয়ান ডে খেলা চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন রোহিত। যদিও অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের পর তাঁর ভারতীয় দলে জায়গা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। অস্ট্রেলিয়া সফরে ব্যাটে রান পাননি হিটম্যান।
ছন্দে ফিরতে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলতে পারেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা রোহিতকে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে। আর সেই আবহেই মুম্বইয়ের একটি প্রাইভেট কমপ্লেক্সে ঘাম ঝরাতে দেখা গেল রোহিত শর্মাকে। বুধবার সকালে রোহিতের কসরতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই রঞ্জি দলের সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছিল রোহিতকে। বুধবার বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে দৌড়তে দেখা গেল রোহিতকে। স্প্রিন্টিং করলেন রোহিত। তাঁর সঙ্গে ছিলেন একজন ট্রেনার। স্প্রিন্ট সেশনের পর দুজনকে দীর্ঘক্ষণ কথা বলতেও দেখা যায়।
তবে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির পরের ম্যাচে রোহিত খেলবেন কি না, এখনও নিশ্চিত নয়। ২৩ জানুয়ারি থেকে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলবে মুম্বই। মঙ্গলবার মুম্বইয়ের অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছিল রোহিতকে। তবে ম্য়াচে তিনি খেলবেন কি না, টিম ম্যানেজমেন্টেকে এখনও কিছু জানাননি বলেই খবর।
অস্ট্রেলিয়ায় ব্যর্থতার পর সুনীল গাওস্কর, নভজ্যোৎ সিংহ সিধুর মতো প্রাক্তনীদের অনেকেই বলেছিলেন, ওজন কমাতে হবে রোহিতকে। আরও ফিট হলেই ব্যাটে ফিরবে রান। তারপরই স্প্রিন্ট টানতে দেখা গেল হিটম্যানকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন ওয়ান ডে সিরিজেও রোহিতের খেলার সম্ভাবনা রয়েছে। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে যে সিরিজ। সিরিজে রোহিতেরই ভারতকে নেতৃত্ব দেওয়ার কথা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের দল গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই। ১৮ বা ১৯ জানুয়ারি হতে পারে দল ঘোষণা।
আরও পড়ুন: বিমানবন্দরে হেনস্থার শিকার ভারতীয় ক্রিকেটার! ফ্লাইট মিস করতেই ক্ষোভ উগরে দিলেন