মুম্বই: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ২৩শে নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) ওয়ান ডে সিরিজ ৩০শে নভেম্বর শুরু হয়ে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। যেখানে শুভমন গিল এবং শ্রেয়স আইয়ার থাকবেন না। এই দুই খেলোয়াড় চোটের কারণে দল থেকে বাইরে আছেন। এরই মধ্যে রোহিত শর্মা আসন্ন ওয়ান ডে সিরিজের জন্য অনুশীলনে ঘাম ঝরানো শুরু করেছেন।
রোহিত শর্মা টিম ইন্ডিয়ার হয়ে শেষ ম্যাচটি প্রায় এক মাস আগে খেলেছিলেন। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলে সকলের মন জয় করেছিলেন। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজের প্রস্তুতির জন্য তিনি মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান ফিজিওথেরাপিস্ট অমিত দুবের সাহায্য নিয়েছেন। অমিত দুবে ভারতীয় ক্রিকেটে একটি পরিচিত নাম।
অমিত দুবে ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে মুম্বই ইন্ডিয়ান্সের জন্য কাজ করছেন। তিনি ২০১৭-২০২০ পর্যন্ত BCCI-এর অধীনেও কাজ করেছেন। যেহেতু দলের নিয়মিত অধিনায়ক শুভমন গিল এই সিরিজে খেলছেন না, তাই রোহিতের কাঁধে আরও বেশি দায়িত্ব আসবে। কে এল রাহুল টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করবেন, যাঁকে রোহিত শর্মার অভিজ্ঞতার সাহায্য় নিতে দেখা যেতে পারে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও রোহিত শর্মা এবং বিরাট কোহলি নতুন অধিনায়ক শুভমন গিলের সঙ্গে ভালভাবে সহযোগিতা করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের জন্য নির্বাচিত অধিনায়ক কে এল রাহুলের তুলনামূলকভাবে অভিজ্ঞতা বেশি, তবে রোহিত এবং বিরাটের অভিজ্ঞতা যে দলের কাছে মূল্যবান, বলার অপেক্ষা রাখে না।
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় দল: বিরাট কোহলি, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল (অধিনায়ক এবং উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, নীতীশ কুমার রেড্ডি, ধ্রুব জুড়েল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ ও হর্ষিত রানা
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ODI সিরিজের সময়সূচি:
- প্রথম ওয়ান ডে - ৩০শে নভেম্বর - রাঁচি
- দ্বিতীয় ওয়ান ডে - ৩রা ডিসেম্বর - রায়পুর
- তৃতীয় ওয়ান ডে - ৬ই ডিসেম্বর - বিশাখাপত্তনম