মুম্বই: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) পর্যন্তই হয়ত ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) নেতৃত্বভার সামলাবেন রোহিত শর্মা (Rohit Sharma)। গত শনিবার অর্থাৎ ১১ জানুয়ারি মুম্বইয়ে বোর্ডের একটি বৈঠক হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকর। সেখানেই নাকি রোহিত কিছুটা সময় চেয়েছেন। সেক্ষেত্রে তিনি জানিয়েছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফলাফলের ওপর নির্ভর করে নিজেই প্রয়োজনে সরে যাবেন অধিনায়কের পদ থেকে। সেক্ষেত্রে তিনি নাকি বোর্ডকে ও নির্বাচকদের বলে রেখেছেন যে পরবর্তী অধিনায়ক কাকে করা হবে, সে বিষয়ে ভাবনা চিন্তা শুরু করে দিতে।

চূড়ান্ত খারাপ ফর্মে রয়েছেন রোহিত। ব্যাটে রান নেই প্রায় ৪-৫ মাস হয়ে গেল। বলতে গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই খারাপ সময় কাটছে হিটম্য়ানের। এরইমধ্যে গৌতম গম্ভীরের সঙ্গেও নাকি তাঁর সম্পর্কও খুব একটা ভাল নেই বলেই খবর। এই পরিস্থিতিতে দলের ফলাফলেও তার প্রভাব পড়েছে। বর্ডার গাওস্কর ট্রফিতে ১-৩ ব্যবধানে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। অস্ট্রেলিয়া থেকে ফেরার পরই ঠিক করা হয়েছিল যে একটা বৈঠক আয়োজন করা হবে। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি, ইংল্যান্ড সিরিজ ও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। সূত্রের খবর, সেখানেই রোহিত বোর্ডের কাছে কিছু সময় চেয়ে নিয়েছে। আরও শোনা যাচ্ছে যে আগামী অধিনায়ক হিসেবে জসপ্রীত বুমরার নাম অনেকে আলোচনায় তুলে এনেছেন। রোহিতও নাকি বুমরাকেই চেয়েছেন অধিনায়ক হিসেবে। কিন্তু অনেকেই আবার বুমরার অধিনায়কত্বের সমর্থনে গলা মেলাননি। তার কারণ হিসেবে তাঁরা উল্লেখ করেছেন বুমরার মাঝে মাঝেই চোট পেয়ে ছিটকে যাওয়া। অস্ট্রেলিয়া সিরিজেও পুরো সিরিজ খেলতে পারেননি। সিডনি টেস্টের শেষ দিনে বল করতে পারেননি। শোনা যাচ্ছে বুমরার নতুন করে অস্ত্রোপচারও হতে পারে। এই পরিস্থিতিতে অন্য কাউকে নিয়ে আলোচনা করতে চাইছে বাের্ড ও নির্বাচকরা। 

কিছুদিন আগেই প্রাক্তন অজি উইকেট কিপার ব্যাটার অ্য়াডাম গিলক্রিস্ট জানিয়েছিলেন যে ইংল্যান্ড সফরে রোহিতকে তিনি দেখছেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে গিলি বলেন, ''আমি রোহিতকে ইংল্য়ান্ডে দেখছি না। ও হয়ত ওর কেরিয়ারের যাবতীয় সিদ্ধান্ত দেশে ফিরে নিতে চেয়েছিল। বাড়ি ফিরেই দুমাসের শিশুর সঙ্গে ওর দেখা হবে আবার। তখন ওকে ন্যাপি বদলাতে হবে ছোট্ট শিশুটির। আমার মনে হয় না ইংল্য়ান্ড সিরিজ নিতে রোহিত নিজেও কিছু আর ভাবছে। আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি আন্তর্জাতিক ক্রিকেটে ওর শেষ টুর্নামেন্ট হবে। তারপরই হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবে।''