অ্যাডিলেড: দ্বিতীয়বার বাবা হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। স্ত্রী রীতিকা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সম্প্রতি। তবে পারথে প্রথম টেস্টে রোহিত খেলবেন না এটা রবিবারই নিশ্চিত হয়ে গিয়েছিল। সূত্রের খবর, বর্ডার গাওস্কর ট্রফি (Border Gavaskar Trophy 2024) খেলতে অস্ট্রেলিয়া খুব দ্রুতই উড়ে যাবেন রোহিত শর্মা। আর অ্য়াডিলেড টেস্টে প্রথম একাদশে থাকবেন তিনি। সেই ম্য়াচটি আসলে দিন রাতের টেস্ট। তাই ম্য়াচে নামার আগে হয়ত একটি ওয়ার্ম আপ ম্য়াচেও খেলবেন হিটম্য়ান।


হিন্দুস্তান টাইমের প্রতিবেদন অনুযায়ী, ওপটাস স্টেডিয়ামে প্রথম টেস্টে জসপ্রীত বুমরা নেতৃত্বভার সামলাবেন। রোহিত নাকি বোর্ডকে জানিয়ে দিয়েছেন যে অ্য়াডিলেড টেস্টের আগে যে দু দিন ব্যাপী গোলাপি বলের প্রস্তুতি ম্য়াচ হবে, সেই ম্য়াচ খেলবেন তিনি। ম্য়াচে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার একাদশের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। ৩০ নভেম্বর থেকে সেই প্রস্তুতি ম্য়াচটি খেলা হবে। 


 এদিকে পারথ টেস্টের আগে অনুশীলন ম্যাচে চোটের কবলে পড়েছেন শুভমন গিল। আঙুলে চোট পেয়েছেন শুভমন গিল (Shubman Gill)। সেই চোট এমনই গুরুতর যে, পারথ টেস্টে পাঞ্জাবের তরুণের খেলা নিয়েই সংশয় তৈরি হয়ে গিয়েছে। প্রথম টেস্টের আগে কোনও অস্ট্রেলীয় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছে না ভারত। তবে নিজেদের মধ্যে দুটি দল গড়ে ম্যাচ পরিস্থিতিতে প্র্যাক্টিস করছে। আর সেই প্র্যাক্টিসের মাঝেই বিপত্তি। ভারত এ বনাম ভারত প্রস্তুতির মাঝেই ঘটেছে দুর্ঘটনা।


ওয়াকা মাঠে স্লিপে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছেন শুভমন। এমনিতেই ওয়াকা বিশ্বের অন্যতম দ্রুত গতিসম্পন্ন পিচ বলেই পরিচিত। বল পড়ে দ্রুত গতিতে ব্যাটারের দিকে যায়। বল ব্যাটের কানা ছুঁলেই পলক ফেলার আগেই তা স্লিপ কর্ডনে পৌঁছে যায়। সেরমকই একটি বল তালুবন্দি করতে গিয়ে চোট পেয়েছেন শুভমন। বাঁহাতের আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন গিল। বাকি দিন তিনি আর মাঠে ফিরতে পারেননি। খবর অনুযায়ী শুভমনের আঙুলে চিড় ধরেছে।


এই কারণেই সম্ভবত দেবদত্ত পাড়িক্কালকে ভারতীয় দলের সঙ্গেই অস্ট্রেলিয়ায় রেখে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। শুভমন গিল একান্তই ফিট না হলে, তিনি ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে পারেন বলেই খবর। 


আরও পড়ুন: অ্যান্ডারসনকে দেখে নিলামে নাম তুলতে চাইছেন ৫০ বছর বয়সি প্রাক্তন প্রোটিয়া তারকা