মুম্বই: কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলের পূর্ণাঙ্গ সময়ের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই দারুণ সময় যাচ্ছে সূর্যকুমার যাদবের। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও এবার দক্ষিণ আফ্রিকা। টানা তিনটি সিরিজে তাঁর নেতৃত্বে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। তিনটি সিরিজ মিলিয়ে মাত্র ১টি ম্য়াচে হেরেছে সূর্যর দল। তরুণ ব্রিগেডকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই মুম্বইকর। কিন্তু প্রোটিয়া ভূমিতে সিরিজ জয়ের পরই নিজের কেরিয়ার নিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা সূর্যকুমার।


টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকে টানা ক্রিকেট খেলছেন। প্রতিটি টি-টোয়েন্টি সিরিজে তাঁকে দেখা গিয়েছে। এবার ক্রিকেট থেকে সরছেন। হ্যাঁ, এটাই সত্যি। ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ডানহাতি ব্যাটার। তবে সূত্রের খবর, তা হয়ত সাময়িক। আপাতত টি-টোয়েন্টি দলের প্রত্যেক সদস্যই আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির জন্য নিজেদের প্রস্তুত করছেন। খেলতেও নামবেন। কিন্তু সেখানে সূর্যকুমারকে দেখা যাবে না। মুম্বইয়ের স্কোয়াডে সূর্যকুমারের নাম থাকলেও তাঁকে হয়ত শুরুর দিকে পাওয়া যাবে না।


সংবাদসংস্থা সূত্রে খবর, ব্যক্তিগত কারণেই ক্রিকেট থেকে আপাতত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সূর্যকুমার। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে খেলতে দেখা যাবে মুম্বই দলকে। সেই দলেই রয়েছেন সূর্যকুমার। তবে শুরুতে গ্রুপের ম্য়াচে তিনি খেলবেন না, এমনই খবর। মুম্বই যদি নক আউটে পৌঁছয় তবে হয়ত ফিরে আসবেন তিনি।


এই মুহূর্তে বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার। দীর্ঘদিন ধরেই ক্রমতালিকায় এক নম্বরে রয়েছেন তিনি। মাঠের চারধার ধরে শট খেলতে ওস্তাদ। ঠাণ্ডা মাথায় নেতৃত্ব দিয়েও নজর কাড়ছেন প্রতিটা সিরিজে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের সময় ডারবানে প্রথম ম্যাচের আগের দিন সূর্য বলেছেন, 'আমার ব্যাটিং ঘরানা সম্পূর্ণ আলাদা। কিন্তু মাঠে নেতৃত্ব দেওয়ার সময় সতীর্থদের সঙ্গে সেই আগ্রাসন দেখাতে পারব না। প্রত্যেকের দক্ষতা আলাদা। সেই স্বাধীনতা দেওয়া খুব জরুরি। সকলের কথা শুনি। মাঠের বাইরে সকলের সঙ্গে সম. কাটাই। এটা জানতে চাই কার কী শক্তি। চাপের মুখে কে কাজের কাজটা করতে পারবে। যত খেলব, তত শিখব। এই ফর্ম্যাটটাই এমন যে, চোখের পলক ফেলার আগে ম্যাচ শেষ হয়ে যায়। রোহিত শর্মার অধীনে খেলেছি। আমি জানি ও কীভাবে দলকে নেতৃত্ব দেয়। সেটা মেনে ও সফলও হয়েছে। আমিও সেই পথেই হাঁটছি। শুধু তাতে একটু আমার নিজের মশলা মিশিয়ে দিয়েছি।'