মুম্বই: কাল থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। এই টেস্ট শেষ হওয়ার পরে কিন্তু টিম ইন্ডিয়ার (Team India) বিশ্রামের অবকাশ নেই। প্রোটিয়া সফর শেষ হওয়ার তিনদিন পরেই ঘরের মাঠে আফগানিস্তনের বিরুদ্ধে (IND vs AFG) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামবে ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হওয়ার আগেই এটাই ভারতীয় দলের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ়। এই সিরিজ়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল কেমন হতে পারে, তাঁর পূর্বাভাস মিলবে বলেই সকলে মনে করছেন।


১১ জানুয়ারি থেকে আফগানদের বিরুদ্ধে শুরু হতে চলা সিরিজ়ে বেশ কিছু ভারতীয় তারকা চোটের কারণে খেলতে পারবেন না। সেই তালিকায় সূর্যকুমার যাদব, রুতুরাজ গায়কোয়াড়রা তো রয়েছেনই, রয়েছেন বিগত এক বছর ধরে রোহিতের অনুপস্থিতিতে টি-টোয়েন্টিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া হার্দিক পাণ্ড্যও। হার্দিকের অনুপস্থিতিতে ভারতীয় দলের অধিনায়কত্ব কে করবেন, সেই নিয়ে জল্পনা রয়েছে। শোনা যাচ্ছে এই সিরিজ়ের মাধ্যমেই অবশেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মা (Rohit Sharma) নিজের প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন।


২০২২ সালে বিশের বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজয়ের পর থেকে রোহিত এখনও পর্যন্ত কোনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরুর আগেই তিনি টি-টোয়েন্টিতে ফেরার পূর্বাভাস দিয়ে রেখেছিলেন। রোহিত প্রথম টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমি অদূর ভবিষ্যতে যতটুকু যা ক্রিকেট রয়েছে, সবটাই খেলতে চাই।' তবে রোহিত কি আদৌ এই সিরিজ়ের মাধ্যমে জাতীয় দলে ফিরবেন?


নামপ্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক বলেন, 'কে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন, কে দলে থাকবেন, সেটা সম্পূর্ণভাবেই নির্বাচকদের ওপর নির্ভরশীল। রোহিতের সঙ্গে আমাদের দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবং ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে তৈরি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়টা বেশি গুরুত্বপূর্ণ। অজিত (আগরকর, প্রধান নির্বাচক) রোহিতের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলবেন এবং তারপরেই ও এই সিরিজে প্রত্যাবর্তন করবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে হারের পর নতমস্তক, আবেগঘন কোহলির নতুন ভিডিও ভাইরাল