সিডনি: আগামীকাল থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান তৃতীয় টেস্ট। সিডনিতে আয়োজিত হতে চলা এই ম্যাচে অজি শিবিরের জন্য ভীষণ স্পেশাল। দলের দীর্ঘদিনের সৈনিক ডেভিড ওয়ার্নার (David Warner) শেষবারের জন্য লাল বলের ফর্ম্য়াটে মাঠে নামতে চলেছেন। অজিরা যেমন শেষ টেস্ট জিতে সিরিজে হোয়াইটওয়াশ করতে মরিয়া, তেমনই পাকিস্তান প্রথমবার সিরিজে টেস্ট জিততে মরিয়া। আর এই লক্ষ্যেই সিডনি টেস্টের আগে বড় সিদ্ধান্ত নিল পাক টিম ম্যানেজমেন্ট। তারকা পেসার শাহিন আফ্রিদিকে ছাড়াই তৃতীয় টেস্টে মাটে নামতে চলেছে পাক শিবির।


পাকিস্তান টিম ম্য়ানেজমেন্ট মঙ্গলবার সিডনি টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে। সেখানে শাহিন আফ্রিদি ও ইমাম উল হককে দলের বাইরেই রাখা হয়েছে। দলে ২১ বছরের সাইম আয়ুব ও ৩০ বছরের সাজিদ খান একাদশে জায়গা করে নিয়েছেন।


 






উল্লেখ্য, গত বছর মার্চে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সাইম আয়ুবের। করাচির হয়ে লিস্ট এ-তে ধারাবাহিক পারফর্ম করার পুরস্কার পেয়েছেন টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়ে। 


এদিকে, ঘরের মাঠে আর কিছক্ষণ পরেই নিজের কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নামবেন ডেভিড ওয়ার্নার। তবে তার আগে নিজের প্রিয় জিনিস হারিয়ে ফেললেন ডেভিড ওয়ার্নার। বলা ভাল চুরি গেল ওয়ার্নারের প্রিয় ব্য়াগি গ্রিন টুপি। এই টুপি মাথায় চাপিয়েই গত ১৩ বছর ধরে টেস্টে খেলতে নামছেন বাঁহাতি অজি তারকা। তবে জীবনের শেষ টেস্টে নামার আগে সেই প্রিয় টুপিটাই তাঁর খোয়া যাওয়ায় কিছুটা চাপে পড়েছেন ওয়ার্নার। এবার তাই নিজের ইনস্টাগ্রামে সেই টুপি যাতে ফেরত পাওয়া যায় তার জন্য আবেদন জানিয়েছেন অজি তারকা। 


নিজের ইনস্টাগ্রামে এসে ভিডিও বার্তায় ওয়ার্নার জানিয়েছেন, ''পুরো ঘটনা মেলবোর্ন থেকে সিডনির পথে ঘটেছে। বিমানবন্দর থেকে কেউ আমার ব্যাগ প্যাক থেকে ব্যাগি গ্রিন ক্যাপ বের করে নিয়েছিল । সেই সময় আমার মেয়েরাও উপস্থিত ছিল। এই ব্যাগি গ্রিন ক্যাপ আমার কাছে কতটা আবেগের, সেটা ভাষায় প্রকাশ করতে পারব না। সেই খোয়া যাওয়া ব্যাগি গ্রিন হাতে ফিরে পেতে মরিয়া হয়ে আছি।''