বেঙ্গালুরু: ভারতের অনুশীলনে উপস্থিত রাহুল দ্রাবিড়। ছবিটা দিনকয়েক আগেও স্বাভাবিক হলেও, এখন কিন্তু নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতীয় দলের কোচ হিসাবে সরে দাঁড়ান রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তাঁর ব্যাটন গৌতম গম্ভীরের হাতে উঠেছে। তবে হঠাৎই রবিবাসরীয় দুপুরে টিম ইন্ডিয়ার অনুশীলনে আবারও দেখা গেল কিংবদন্তি দ্রাবিড়কে।


১৬ অক্টোবর থেকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) মাঠে নামবে টিম ইন্ডিয়া। সেই সিরিজ়ের জন্য প্রস্তুতি সারতে ইতিমধ্যেই 'গার্ডেন সিটি' বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), ঋষভ পন্থরা (Rishabh PantR)। সদ্যই বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় হলেও, রোহিত, বিরাট বিশ্বজয়ের পরেই ওই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন। ঋষভ বাংলাদেশের বিরুদ্ধে বিশ ওভারের সিরিজ়ে ছিলেন না। তাই আগেভাগেই তাঁরা ভারতীয় দলের হয়ে অনুশীলনে মাঠে নেমে পড়েছেন।


দ্রাবিড়ের শহরেই ম্যাচ। সেখানেই রোহিতরা অনুশীলনও সারছেন। তাই সুযোগ পেয়েই ভারতীয় অনুশীলনে চলে আসেন 'দ্য ওয়াল'। শুধু রোহিতদের অনুশীলনে আসা নয়, রোহিত, কোহলিদের সঙ্গে কথাবার্তাও বলতে দেখা যায় তাঁকে। এমন এক সময় ব্যাটিং নিয়েও কিছু পরামর্শ দেন রাহুল।


খবর অনুযায়ী এদিন সকাল নয়টায় মাঠে চলে আসেন রোহিত। তবে সবাই সেই সময় আসেননি। নিজেদের আলাদা আলাদা সময় মাঠে অনুশীলনে নামেন ভারতীয় ক্রিকেটাররা। রোহিত নেটে ৩০ থেকে ৪০ মিনিট মতো ব্যাটিং করেন বলে খবর। এরপর রাহুল দ্রাবিড় আসলে সেখানে রোহিত, কোহলিদের সঙ্গে ১৫ মিনিট মতো কথাও বলতে দেখা যায় তাঁকে। সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।


 






খবর অনুযায়ী রোহিত অনুশীলন সেরে আবার বেলা দুু'টো নাগাদ টিম হোটেলে ফিরে যান। ১৬ তারিখ থেকে এই ম্যাচের পর ২৪ তারিখ থেকে দ্বিতীয় টেস্টে পুণেতে মুখোমুখি হবে দুই দল। সদ্যই বাংলাদেশকে লাল বলের ক্রিকেটে হোয়াইটওয়াশ করেছেন রোহিতরা। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেও সেই ধারা অব্যাহত রাখারই চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ়ের সেরা ফিল্ডার সুন্দরে মুগ্ধ কোচ দিলীপ