মুম্বই: ঝুঁকি থাকলেও হয়তো খেলানো যেত। কিন্তু যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলিয়ে সেই ঝুঁকিই নিতে চায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কারণ কী?


উঠে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক নীল নকশার কথা। শোনা যাচ্ছে, রোহিত শর্মাকে আর টেস্ট অধিনায়ক হিসাবে রাখা হবে না আর সেই সিদ্ধান্ত কার্যত নিয়েই ফেলেছেন নির্বাচকেরা। টেস্ট দলের নেতৃত্ব তুলে দেওয়া হতে পারে বুমরার হাতে। চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএলের পরই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। সেই সিরিজে বুমরাকেই ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসাবে দেখা যেতে পারে। সেই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাকে খেলিয়ে ঝুঁকি নিতে চায়নি ভারত, খবর সূত্রের।


ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সেঞ্চুরি করেছেন রোহিত। তবে টেস্ট ফর্ম্যাটে তাঁর খারাপ ফর্ম চলছে। ঘরের মাঠে বাংলাদেশ, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে তিনি রান পাননি। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাওস্কর ট্রফিতেও একই ছবি ছিল। সঙ্গে ব্যাটিং পজিশন বার বার বদল করায় বিতর্কে জড়ান রোহিত। 


আরও পড়ুন: পিছিয়ে যাচ্ছে আইপিএল! প্রথম দিনই কোহলি দর্শনের সুযোগ, ইডেনের টিকিট নিয়ে হাহাকার শুরু হল বলে


শোনা যাচ্ছিল, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল টিমের প্রধান নীতিন পটেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাকে খেলানো হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেন প্রধান নির্বাচক অজিত আগরকরকে। বুমরার স্ক্যান রিপোর্টে ভয়ের কিছু নেই বলেও জানানো হয়। তবে বুমরাকে ইংল্যান্ডের মাটিতে টেস্টে পেতে মরিয়া ভারত। সেই কারণেই হয়তো তাঁকে নিয়ে আর ঝুঁকি নেওয়া হয়নি।


পিঠের চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরা। তাঁর অভাব কতটা অনুভব করবে টিম ইন্ডিয়া? কলকাতায় এসে ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেছিলেন, 'এমন একজনকে নিয়ে কেন কথা বলব যে দলে নেই? এটা দলগত খেলা। দলকে জিততে হবে, কোনও ব্যক্তি বিশেষকে নয়। এটা ব্যাডমিন্টন, টেনিস বা গলফ নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা টিমগেম খেলব। দল হিসেবে খেলতে পারল আমরা অবশ্যই জিতব। দলের সেরা প্লেয়াররা চোট পাক, কেউ সেটা চায় না। কিন্তু সেটা হলে, কারও হাতে তো কিছু নেই। ভারতীয় দলের জন্য অনেক শুভেচ্ছা রইল।'