সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্য়াচে ব্যর্থ হওয়ার পর তাঁকে নিয়েও সমালোচনা হয়েছিল। তিনি না কি ক্রিকেট খেলা ভুলে গিয়েছেন, এবার তাঁকে ওয়ান ডে থেকেও সরে যাওয়া উচিৎ, এমনই অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে পারথে ৮ রান করে প্যাভিলিয়ন ফের রোহিত পরের দুটো ম্য়াচে করেন যথাক্রমে ৭৩ ও অপরাজিত ১২১। সিডনিতে শেষ ওয়ান ডে শেষে ম্য়াচের সেরা তো হয়েইছেন, এমনকী সিরিজ সেরার পুরস্কারও জিতে নিয়েছিলেন রোহিত শর্মা। আর এরপরই বিদায় জানালেন হিটম্য়ান।

Continues below advertisement

তাহলে কি ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন? সোশ্য়াল মিডিয়ায় রোহিতের এক পোস্ট নিয়েই আলোচনা শুরু হয়ে গিয়েছে। আসলে সেই পোস্টে দেখা যাচ্ছে বিমানবন্দরের পথে এগিয়ে যাচ্ছেন তারকা ওপেনার বিমান ধরার জন্য। সেটি মূলত সিডনি বিমানবন্দর। আর ক্যাপশনে রোহিত লিখেছেন, 'শেষবারের মতো সিডনিকে বিদায়।' আর এই পোস্ট নিয়েই জল্পনা শুরু হয়েছে। 

ওয়ান ডে বিশ্বকাপ ২০২৭ পর্যন্ত খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন রোহিত। নিজে অধিনায়ক থেকে সেই টুর্নামেন্টে ভারতকে চ্যাম্পিয়ন করতে চেয়েছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি। কারণ রোহিতকে সরিয়ে অজি সফরের আগেই গিলকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল। কিন্তু ওয়ান ডে সিরিজের সবচেয়ে সফল ভারতীয় ব্যাটার সেই রোহিতই হয়েছেন। সিডনিতে সেঞ্চুরির পর হেলমেটও খোলেননি। আসলে সব সমালোচনা ও তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে যে অপমান করা হয়েছে, তার জবাব দিতে চেয়েছিলেন ব্যাট হাতেই। তাই কোনও শো-অফ করতে চাননি। 

Continues below advertisement

রােহিত কি এবার অভিমানে ওয়ান ডে থেকেও সরে দাঁড়াচ্ছেন? না কি শুধুই এই পোস্ট বোঝাতে চেয়েছেন যে তিনি আর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে আসবেন না। আটত্রিশ পেরনো রোহিতের পক্ষে পরবর্তী অস্ট্রেলিয়া সফরে আসা সম্ভবও নয়। 

">

শনিবার, ম্যাচের শেষে সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্ট ও রবি শাস্ত্রীকে রোহিত শর্মা বলেছেন, "সিডনিতে আসতে এবং খেলতে আমার খুব ভাল লেগেছে । ২০০৮ সালের সেই স্মৃতি (রোহিতের প্রথম অস্ট্রেলিয়া সফর), সেই সময়টা খুবই আনন্দময় ছিল । আমি জানি না যে আমরা ক্রিকেটার হিসাবে এখানে আবার আসব কি না, তবে আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি । আমরা অনেক সাফল্যের পরেও ক্রিকেট খেলার প্রচুর আনন্দ উপভোগ করেছি । আমি গত ১৫ বছরের সমস্ত সাফল্য ভুলে গিয়েছিলাম এবং নতুনভাবে শুরু করেছিলাম । এখানে খেলতে আমার ভাল লাগে, সম্ভবত বিরাটও তাই মনে করে । অনেক ধন্যবাদ অস্ট্রেলিয়া।"