কলম্বো: আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। যেখানে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর অভিজ্ঞ রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে আবারও মাঠে ফিরতে দেখে সমর্থকরা নিঃসন্দেহে উত্তেজিত থাকবেন। শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় দল ওয়ান ডে সিরিজ খেলতে নামবে।

Continues below advertisement

রোহিত শর্মাকে নেতৃত্বভার থেকে সরিয়ে দেওয়া হলেও সিনিয়র ব্যাটার হিসেবে তাঁকে দলে রাখা হয়েছে। বিরাট কোহলিকেও দলে রাখা হয়েছে। রোহিত ও বিরাটের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্য়াটে কে বেশি রান করেছেন? কে বেশি সফল?  

রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত ৪৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ৫৭.৩১ গড়ে এবং ৯৬ স্ট্রাইক রেটে ২,৪০৭ রান করেছেন। তার রেকর্ডে ৮টি সেঞ্চুরি এবং ৯টি হাফ-সেঞ্চুরি রয়েছে।

Continues below advertisement

এছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত শর্মা ৩০টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন। ৫৩ গড়ে রান করেছেন তিনি। ৯০.৫৯ স্ট্রাইক রেট সহ ১,৩২৮ রান করেছেন, যার মধ্যে ৫টি সেঞ্চুরি এবং ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। তবে অস্ট্রেলিয়ার মাটিতে তিনবারই তিনি শূন্য রানে আউট হয়েছেন।

বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের থেকে বেশি ওয়ানডে ম্য়াচ খেলেছেন। ৫০টি ম্যাচ খেলে ৪৮ ইনিংসে ৫৪.৪৭ গড়ে এবং ৯৩.৬৯ স্ট্রাইক রেটে ২৪৫১ রান করেছেন।

বিরাটের ঝুলিতে ৮টি সেঞ্চুরি এবং ১৫টি হাফ সেঞ্চুরি রয়েছে, যার মধ্যে মাত্র দুটি শূন্য রান রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে কোহলি ২৯টি ওয়ানডে খেলে ৫১ গড়ে এবং ৮৯ স্ট্রাইক রেটে ১,০৯৭ রান করেছেন, যার মধ্যে ৫টি সেঞ্চুরি এবং ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে।

রোহিত এবং বিরাট ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য হওয়ায়, ক্রিকেটপ্রেমীরা আসন্ন সিরিজে তাঁদের পারফরম্য়ান্স দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই খেলোয়াড়েরই ভালো পারফর্ম করার ইতিহাস রয়েছে এবং সিরিজে ভারতের সাফল্যে তাদের অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বিরাট ও রোহিত দুজনেই কুড়ির ফর্ম্য়াট থেকে অবসর নিয়েছেন। টেস্ট ফর্ম্য়াট থেকে চলতি বছরই ইংল্যান্ড সফরের আগে সরে দাঁড়িয়েছেন। শুধু ওয়ান ডে ফর্ম্য়াট থেকে এখনও পর্যন্ত অবসর নেননি বিরাট ও রোহিত। দুজনেই ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত খেলার স্বপ্ন দেখছেন। এখন দেখার আগামী ২ বছর পর্যন্ত জাতীয় দলের তাঁরা ধরে রাখতে পারেন কি না নিজেদের।