মুম্বই: এখনও পর্যন্ত কোনও অফিশিয়াল বিবৃতি কোনও পক্ষই দেয়নি। কিন্তু সূত্রের খবর, গত ১৩ আগস্ট সানিয়া চান্দোকের (Saaniya Chandhok) সঙ্গে বাগদান সেরেছেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। মুম্বইয়ের নামী ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া। অর্জুন ও সানিয়ার বয়সের ব্যবধান কত জানেন? আসলে সচিন পুত্র তাঁর বাগদত্তা সানিয়ার থেকে এক বছরের ছোট। অর্জুনের জন্ম ১৯৯৯ সালের ২৪ সেপ্টেম্বর। তাঁর বয়স এই মুহূর্তে ২৫ বছর বয়স। অন্য়দিকে সানিয়া চান্দোকের জন্ম ১৯৯৮ সালের ২৩ জুন। তাঁর বয়স এই মুহূর্তে ২৬ বছর। অর্থাৎ অর্জুন কিন্তু তাঁর বাগদত্তার থেকে ছোট।

অর্জুন নিজে তাঁর দিদি সারা তেন্ডুলকরের থেকে দু বছরের ছোট। কিন্তু তার থেকে বড় কথা অর্জুন তাঁর বাবার মতই একই পথে হাঁটলেন। হ্যাঁ, কিংবদন্তি সচিন তেন্ডুলকরও তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরের থেকে পাঁচ বছরের ছোট। 

১৯৭৩ সালের ২৪ এপ্রিল সচিনের জন্ম। তাঁর স্ত্রী অঞ্জলির জন্ম ১৯৬৭ সালের ১০ নভেম্বর। সচিনের বয়স এখন ৫২ বছর। অঞ্জলির বয়স এখন ৫৭ বছর বয়স। বয়সের ফারাক সত্ত্বেও ১৯৯৫ সালের ২৪ মে সচিন ও অঞ্জলি বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

অর্জুনের বাগদত্তা সানিয়া চান্দোকের দাদু রবি ঘাই। ফুড ইন্ডাস্ট্রি ও হসপিটালিটিতে বিশেষ প্রতিপত্তি রয়েছে ঘাই পরিবারের। বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে শুরু করে ব্রুকলিন ক্রিমারির মতো নামী মিষ্টি নির্মাতা সংস্থার মালিক ঘাই পরিবার। সূত্রের খবর, অর্জুন ও সানিয়ার বাগদান অনুষ্ঠান হয়েছেমুম্বইয়ের সেই অনুষ্ঠানে হাজির ছিলেন শুধু দুই পরিবারের সদস্যরা। ছেলের বাগদান নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি মাস্টার ব্লাস্টারও

মুম্বইয়ের হয়েই ক্রিকেট খেলা শুরু করেছিলেন অর্জুন । তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দলে সুযোগ পাওয়ার লক্ষ্যে পরে তিনি মুম্বই ছাড়ার সিদ্ধান্ত নেন। গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে শুরু করেন । ২৫ বছর বয়সী অর্জুনের প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট এ স্তরের ক্রিকেটে অভিষেক হয়ে গোয়ার জার্সিতেইআইপিএলে অর্জুন খেলেন মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) যে দলে এক সময় খেলেছেন সচিন স্বয়ং। কিংবদন্তি পুত্র অবশ্য আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের একাদশে নিয়মিত সুযোগ পাননি । মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৫ ম্যাচ খেলে তিনটি উইকেট নিয়েছেনআইপিএল অর্জুনের সেরা বোলিং ৯ রান দিয়েউইকেট