মুম্বই: আরও একটা বসন্ত পেরিয়ে গেলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। মাস্টার ব্লাস্টার এদিন ৫২ পেরিয়ে ৫৩ তে পা দিলেন। বিশ্ব ক্রিকেটের এই কিংবদন্তির বিশেষ দিনে বিশ্বব্যাপী ক্রীড়ামহল থেকে শুভেচ্ছাবার্তা পাঠানো হচ্ছে। শুধু দেশের প্রাক্তন বা বর্তমান ক্রিকেটাররা নন, সচিনকে দেখে ব্যাট হাতে তুলে নিয়েছিলেন দেশ-বিদেশের বর্তমান সময়ের বিদেশের তারকা ক্রিকেট ব্যক্তিত্বরাও। সেই তালিকায় রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, বীরেন্দ্র সহবাগ, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জাে রুটের মত ক্রিকেটাররা। তালিকায় আছেন আরও অনেকে।

 

 

 

 

শুধু দেশের নয়। বিদেশের ক্রিকেটাররাও সচিনকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সচিনকে শুভেচ্ছাবার্ত পাঠানো হয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাবের এক্স হ্যান্ডেল থেকেও। উল্লেখ্য়, মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বর্তমানে সচিন।