মুম্বই: সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস বল হাতে নামতে না পেরে হতাশা প্রকাশ করেছিলেন জসপ্রীত বুমরা। গোটা সিরিজে দুরন্ত পারফর্ম করলেও বাকি কারও সেভাবে সাহায্য না পাওয়ায় সিরিজ জেতাতে পারেননি তারকা পেসার। তবে সিরিজ সেরা হয়েছেন তিনিই। এমনকী যে দলে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলের মত তারকা ব্য়াটার আছেন, সেই দলেও এখন সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের নাম জসপ্রীত বুমরা। কিংবদন্তি সচিন তেন্ডুলকরও তা মেনে নিচ্ছেন। বর্ডার গাওস্কর ট্রফিতে অস্ট্রেলিয়া দলের সাফল্যকে কুর্নিশ জানালেও বুমরাকে নিয়ে আলাদা করে কথা বললেন সচিন। 


নিজের সোশ্য়াল মিডিয়ায় অস্ট্রেলিয়ার সিরিজে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সচিন। তিনি লেখেন, ''সিরিজের শুরুতে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ৩-১ এ সিরিজ জিতে অস্ট্রেলিয়ার প্রত্যাবর্তন সত্যিই প্রশংসনীয়। বর্ডার-গাওস্কর ট্রফি জেতায় তাদের অভিনন্দন। তবে আলাদা করে আমাকে জসপ্রীত বুমরার কথা বলতেই হবে। জস, তুমি বিশ্বের সেরা।''


 






 


সিডনি টেস্টের দ্বিতীয় দিনেই পিঠে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। মাঠ ছেড়ে হাসপাতালে স্ক্যান করাতে যান দ্রুত। বোর্ডের এক কর্তা বলেছিলন, 'বুমরার পিঠে টান লাগার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে ওর স্ক্যান করানো হয়েছে। এই মুহূর্তে গুরুতর নয় পরিস্থিতি। ওর ব্যাট করতে সমস্যা হবে না। তবে বল করতে পারবে কি না, সেই সিদ্ধান্ত সকালে ওকে পরখ করার পর নেওয়া হবে। সকালে ও কীরকম অনুভব করছে, তার ওপর সব কিছু নির্ভর করছে। দেখা যাক। আপাতত মেডিক্যাল টিম ওকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে।' উল্লেখ্য, গত অস্ট্রেলিয়া সিরিজে বুমরা ১২.৬৪ গড়ে ৩২ উইকেট নিয়েছেন। তিনবার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন এই সিরিজে। ৭৬ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছেন তিনি একটি ইনিংসে। এছাড়াও ভারতীয় পেস বোলারদের মধ্য়ে সবচেয়ে কম বয়সে ২০০ টেস্ট উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।


আপাতত আগামী মাসে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুমরা পুরো ফিট হয়ে যান, এটাই চাইছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।