মুম্বই: সম্প্রতি ভারতের এসেছেন মাইক্রোসফ্ট-এর সহ প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates)। মঙ্গলবার রিজার্ভ ব্য়াঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের (Shaktikanta Das) সঙ্গে সাক্ষাৎ করেন গেটস। সেই ছবিও রিজার্ভ ব্যাঙ্কের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। তবে একা শান্তিকান্তের সঙ্গেই নয়, ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গেও এক ফ্রেমে ধরা দেন বিল গেটস।


সস্ত্রীক বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ-এর ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজেই পোস্ট করেছেন সচিন। তিনি ছবির ক্যাপশনে লেখেন, 'আমরা সকলেই ছাত্র। আজকে আমার জন্য একটা দারুণ শিক্ষামূলক দিন ছিল, যেখানে সমাজসেবা, বিশেষত শিশুস্বাস্থ্যের বিষয়ে অনেক নতুন কিছু শিখলাম। কারণ আমাদের সংগঠণও শিশু স্বাস্থ্য নিয়েই কাজ করে থাকে। একে অপরের সঙ্গে নিজেদের চিন্তাভাবনা ভাগ করে নিলে কিন্তু অনেক সমস্যারই সমাধান করা সম্ভব। আপনার পরামর্শগুলির জন্য অনেক অনেক ধন্যবাদ বিল গেটস।'


 



 


আরও পড়ুন: পরিবেশের সঙ্গে এখনও মানিয়ে নিতে পারেনি অস্ট্রেলিয়া, অকপট স্বীকারোক্তি স্মিথের