আমদাবাদ: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারতীয় ক্রিকেট দল (IND vs AUS)। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ফাইনালের আগেই সচিন-বিরাট সাক্ষাৎ। গত ম্যাচেই সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) পিছনে ফেলে ওয়ান ডে ক্রিকেটে সর্বাকালের সর্বাধিক শতরান হাঁকানোর রেকর্ড নিজের নামে করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ওয়াংখেড়েতে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন সচিন। এদিন ম্যাচের আগে তাই বিশেষ বার্তাসহ নিজের এক জার্সি বিরাটকে উপহার দেন সচিন।


সেই জার্সিতে সচিন লেখেন, 'তুমি আমাদের গর্বিত করেছো।' জার্সিতে সচিনের সইও ছিল। ম্যাচ শুরুর আগেই বিরাটের হাতে এই জার্সি তুলে দেন সচিন। বিরাট বরাবরই সচিনকে নিজের আইডল মেনে এসেছেন। ওয়াংখেড়েতে নিউজ়িল্য়ান্ডের বিরুদ্ধে শতরান হাঁকিয়ে সচিনকে পিছনে ফেলার পরেও নত হয়ে 'মাস্টার ব্লাস্টার'কে কুর্নিশ জানান। তাই স্বাভাবিকভাবেই সচিনের জার্সি হাতে পেয়ে বিরাটকে বেশ উচ্ছ্বসিত দেখায়।


 






ফাইনাল ম্যাচেও ফের একবার কোহলির ব্যাট থেকে শতরান দেখার আশায় সমর্থকরা গ্যালারিতে ভিড় জমাবেন। ইতিমধ্যেই টসে জিতে বোলিং নিয়েছে অস্ট্রেলিয়া। গোটা স্টেডিয়াম ঠাসা দর্শকে। দুপুর দু'টো থেকে শুরু হাইভোল্টেজ ফাইনাল। তার আগে সকাল থেকেই ভিড় জমেছে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে। ভোর থেকে দর্শকরা এসে ভিড় জমিয়েছেন। জাতীয় পতাকা, ফেস্টুন, ব্যানার, বাঁশি-হুইসেল নিয়ে তুঙ্গে ছিল উত্তেজনা। গত কয়েকদিন ধরেই আমদাবাদে ক্রমশ ভিড় জমেছে। হোটেল ফাঁকা পাওয়া যায়নি, দামও বেড়েছে। সেটা কেন হয়েছে, সেটাই বোঝা গিয়েছে প্রায় ভোর থেকে। সময় যত বেড়েছে ততই ভিড় বেড়েছে। ম্যাচ শুরুর আগে কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছিল স্টেডিয়াম লাগোয়া এলাকা। ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরে ভিড় জমিয়েছেন দর্শকরা। 


পিটিআই সূত্রের খবর, গোটা আমদাবাদের রাস্তায় উচ্ছ্বাস ও উন্মাদনার জোয়ার চোখে পড়েছে। গোটা শহর ভেঙে পড়েছে স্টেডিয়ামের রাস্তায়। বন্ধু-পরিবার নিয়ে সকাল থেকে ক্রিকেট উত্তেজনা (ODI World Cup 2023) উপভোগ করতে দেখা গিয়েছে। আর এই ভিড়ের চাপে মন্থর হয়ে গিয়েছে গোটা শহরের ট্রাফিক ব্যবস্থা। যা স্টেডিয়ামের (IND vs AUS Final) সামনে এসে কার্যত থমকে গিয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালে নামলেও, আবেগে গা ভাসাতে নারাজ বুমরা