মুম্বই: সম্ভাবনা ছিলই। কিন্তু তা হঠাৎ করেই এভাবে সত্যি হয়ে যাবে, তা বোধহয় কোনও ভারতীয় ক্রিকেটপ্রেমীই ভাবতে পারেননি। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি। রোহিত শর্মার টেস্ট থেকে সরে যাওয়ার পাঁচদিন পরে একই পথে হাঁটলেন কোহলিই। আসন্ন ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দল রোহিত-বিরাট হীন হয়ে পড়ল। কোহলির অবসরে আবেগপ্রবণ সচিন তেন্ডুলকর। নিজের সোশ্য়াল মিডিয়ায় বিরাটের অবসর নিয়ে কথা বলতে গিয়ে ও তাঁকে পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা জানাতে গিয়ে স্মৃতিচারণ করলেন ২০১৩ সালে তাঁর অবসর সময়ের একটি ঘটনার কথা। সেখানে কোহলির দেওয়া বিরাট উপহারের কথাও তুলে ধরলেন সচিন। 

নিজের সোশ্য়াল মিডিয়ায় সচিন বলেন, ''আজ তোমার টেস্ট ক্রিকেট থেকে অবসরের সময়ে আমার ১২ বছর আগের একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। আমার শেষ টেস্টের একটা মুহূর্ত মনে পড়ে যাচ্ছে আমার। তুমি আমাকে তোমার জীবনের বিশেষ একটি জিনিস আমাকে উপহার হিসেবে দিতে চেয়েছিলে। যা তোমার বাবার স্মৃতিবিজরিত। তোমার এতটা ব্যক্তিগত একটা জিনিস তুমি আমাকে দিয়ে দিচ্ছিলে। আমি নিয়েওছিলাম। কিন্তু আজ আমার তোমাকে পাল্টা উপহার দেওয়ার মত কিছু নেই। তবে এটা মাথায় রাখবে আমার হৃদয়ের ভালবাসা সবসময় থাকবে তোমার জন্য।''

 

এরপরই সচিন আরও বলেন, ''তোমার টেস্ট ক্রিকেট কেরিয়ার অসাধারণ। ক্রিকেটে আভিজাত্য বজায় রেখেছিলে। আগামীতেও অনেক তরুণ প্রজন্ম তোমার খেলা দেখে উদ্বুদ্ধ হবে। ক্রিকেটকে ভালবাসবে। শুধু রান করোনি, তার বাইরেও ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছ তুমি। যা পরবর্তী প্রজন্ম ও ভক্তদের মধ্য়ে সঞ্চারিত হবে। স্পেশাল টেস্ট ক্রিকেট কেরিয়ারের জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন।''

এদিকে রোহিত ও বিরাটের অনুপস্থিতিতে ইংল্য়ান্ড সফরের ভারতীয় টেস্ট স্কোয়াড হতে পারে এমন

শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, কে এল রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল (উইকেটকিপার), সরফরাজ খান, করুণ নায়ার, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা ও আকাশ দীপ