মুম্বই: আজ থেকে বছর খানেক আগেই অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন (Shane Warne) পরলোক গমন করেন। তাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হঠাৎ করেই ৪ মার্চ, ২০২২ সালে সম্ভাব্য হার্ট অ্যাটাকে মারা যান ওয়ার্ন। সেই ঘটনার এক বছর পার হয়েছে। ওয়ার্নের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানালেন তাঁর দীর্ঘদিনের প্রতিপক্ষ তথা বন্ধু সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। 


ওয়ার্নকে স্মরণ 


ওয়ার্নের মৃত্যুবার্ষিকীতে নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'মাঠের মধ্যে আমাদের বেশ স্মরণীয় কিছু লড়াই রয়েছে এবং মাঠের বাইরেও আমরা অনেক মিষ্টিমধুর সময় কাটিয়েছি। শুধু একজন মহান ক্রিকেটারই নয়, তোমাকে বন্ধু হিসাবেও আমি খুব মিস করি। আমি নিশ্চিত তুমি স্বর্গকে নিজের বুদ্ধিমত্তা ও উজ্জ্বল উপস্থিতির মাধ্যমে আরও আকর্ষণীয় করে তুলেছ, ওয়ার্নি।'


 






 


সচিন নিজের পোস্টে তাঁর এবং ওয়ার্নের একটি পুরনো ছবিও শেয়ার করেন। প্রসঙ্গত, নিজেদের সুদীর্ঘ কেরিয়ারে সচিন এবং ওয়ার্ন ২৯ বার আন্তজার্তিক ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিলেন। এর মধ্যে মাত্র চারবার সচিনকে আউট করতে পেরেছিলেন ওয়ার্ন।


 


সামনেই ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Austrelia) চতুর্থ টেস্ট ম্যাচ (Test Match) তার আগেই উজ্জয়িনীর (Ujjain) মহাকাল (Mahakal) জ্যোতির্লিঙ্গ মন্দিরে গিয়ে সস্ত্রীক পুজো দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ধুতি, গেঞ্জি, গলায় রুদ্রাক্ষের মালা পরে বিরাট কোহলিকে দেখা গেল মন্দিরের ঠাকুরের মন্দিরের চৌকাঠে বসে। এক নজরে দেখে চেনা যায় না। 


শাড়ি পরে বিরাটের সামনে বসে ছিলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। মহাকাল মন্দিরে তাঁরা যে প্রার্থনা জানাতে গিয়েছিলেন সেখানকার একাধিক ভিডিয়ো এবং ছবি ভাইরাল (Viral) হয়েছে ইতিমধ্যেই। বিরুষ্কাকে দেখে অসংখ্য অনুরাগীরাও ভিড় করেছিলেন সেখানে। অনুষ্কা একদম মন্দিরের মূল দরজার সামনে বসেছিলেন। গোলাপি রঙের শাড়ি পরেছিলেন। তাঁর পাশে বিরাটকে সাদা ধুতি গেঞ্জি পরে বসে থাকতে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিয়োতে মন্দির চত্বরে তাঁদের সঙ্গে আরও অনেক দর্শনার্থীদের দেখা যায়। অনুষ্কা জানান, মহাকালের মন্দিরে তাঁদের দর্শন ভাল হয়েছে।   


আরও পড়ুন: পিছিয়ে গেল ডব্লিউপিএলের উদ্বোধনী ম্যাচ শুরুর সময়, ৩০ মিনিট পর শুরু হবে খেলা