কলম্বো: খেলোয়াড় হিসাবে অনেকদিনই অবসর নিয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তবে তাতে তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। তিনি সোশ্যাল মিডিয়ায় যাই পোস্ট করেন, তাই হু হু করে ভাইরাল হয়ে যায়। এতে 'মাস্টার ব্লাস্টার'-এর জনপ্রিয়তার পরিচয় পাওয়া যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের একটি ছবি পোস্ট করেছেন তিনি, যা বেশ ভাইরাল হয়েছে।


বর্তমানে ছুটি কাটাচ্ছেন সচিন তেন্ডুলকর। তিনি আপাতত শ্রীলঙ্কায় (Sri Lanka) রয়েছেন। সেখানেই এক অটোতে বসে সচিন একটি ছবি তোলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'মুম্বইকরকে মুম্বইয়ের বাইরে নিয়ে যাওয়া সম্ভব, তবে..... ' এরপরেই সচিন যে জায়গায় এই ছবিটি তোলা সেই জায়গাটির নামও শেয়ার করেন। সচিন জানান তিনি আপাতত শ্রীলঙ্কার রুমানওয়েলায় রয়েছেন।


 






 


প্রসঙ্গত, দ্বীপরাষ্ট্রে শুধু ছুটি কাটানোই নয়, ক্রিকেটের কিংবদন্তি না না সমাজ সচেতনতামূলক কাজেও লিপ্ত রয়েছেন। দিন কয়েক আগেই তিনি সোশ্যাল মিডিয়াতেই আরও একটি পোস্ট শেয়ার করেছিলেন যেখানে সচিনের মানবিক রূপটা ভেসে উঠেছিল। বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়া সচিন মাঠের বাইরে উদার। তিনি কখনও সাফাইকর্মীদের সঙ্গে জঞ্জাল পরিষ্কার করার কাজে হাত লাগান। তো তাঁকে আবার কখনও দুঃস্থ শিশুদের পড়াশোনার দায়িত্ব নিতে দেখা গিয়েছে।


শ্রীলঙ্কাতেই ছুটি কাটানোর মাঝে কিছু খুদের সঙ্গে সময় কাটান সচিন। খুদেগের কাণ্ড মন জিতে নিয়েছে সচিনের। যিনি ইউনিসেফের (UNICEF) দূতও। সেই কাজে বিশ্বের বিভিন্ন প্রান্তে সচেতনতামূলক প্রচার চালান। সচিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে সবুজের মাঝে। এক ঝাঁক স্কুল পড়ুয়ার সঙ্গে। মাস্টার ব্লাস্টার লিখেছেন, ‘শিশুরাই সেরা শিক্ষক। সহরজ জিনিসের মধ্যেও ওরা আমাদের জ্ঞানের উন্মোচন ঘটায়। শ্রীলঙ্কার প্রত্যন্ত এক গ্রামের এই স্কুলে আমরা সহমর্মিতা উদযাপন করলাম।’


কীভাবে? ব্যাখ্যা করেছেন সচিন। লিখেছেন, ‘প্রত্যেক ছাত্র তাদের প্লেট থেকে অল্প পরিমাণ খাবার বাঁচিয়ে একটা বড় থালায় রেখেছিল। তারপর সেই খাবার পাখিদের খাওয়ানো হয়। ভাগ করে নেওয়ার অসাধারণ এক ভাবনা। আমরা কৃতজ্ঞ। এটা সকলেরই অনুকরণ করা উচিত।’ 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে? ঘোষণা হয়ে গেল শুক্রবার