পানাজি: ২২ গজে নতুন মাইলস্টােন স্পর্শ করলেন অর্জুন তেন্ডুলকর। এই মুহূর্তে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন অর্জুন। গোয়ার হয়ে প্রতিনিধিত্ব করছেন সচিন পুত্র। সাদা বলের ফর্ম্য়াটে ঘরোয়া ক্রিকেটে ৫০ উইকেট ঝুলিতে পুরলেন তরুণ এই অলরাউন্ডার। ওড়িশার বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে গোয়ার ম্য়াচ চলাকালিন এই নজির গড়েছেন অর্জুন। ওড়িশার বিরুদ্ধে ম্য়াচে তিন উইকেট তুলে নিয়েছিলেন অর্জুন। যদিও হরিয়ানার বিরুদ্ধে কোনও উইকেট পাননি তিনি।
২০২১ সালে মুম্বই দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় অর্জুন তেন্ডুলকরের। প্রথম ম্য়াচটি ছিল টি-টোয়েন্টি ফর্ম্য়াটের। সাদা বলের ফর্ম্যাটে ৪১ বলে মোট ৫১ উইকেট নিয়েছিলেন তিনি। ১৭টি লিস্ট এ ম্য়াচে মোট ২৪ উইকেট নিয়েছেন সচিন পুত্র। ২৪ টি-টোয়েনিটি ম্য়াচে ঝুলিতে পুরেছেন ২৭ উইকেট। অনূর্ধ্ব ১৯ দলে সুযোগের আগে মুম্বইয়ের হয়ে জুনিয়র পর্যায়েও ক্রিকেট খেলেছেন অর্জুন। ১৭টি প্রথম শ্রেণির ম্য়াচে মোট ৫৩২ রান ও ৩৭ উইকেট নিয়েছেন অর্জুন। তার মধ্যে একটি ম্য়াচে পাঁচ উইকেটও নিয়েছিলেন। যা রঞ্জি ম্য়াচে এসেছিল। বাবা কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৩১০টি প্রথম শ্রেণির ম্য়াচে ৭১ উইকেট নিয়েছিলেন। যদিও কোনও ম্য়াচে পাঁচ উইকেট নিতে পারেননি।
মেলবোর্নে শুরু চতুর্থ টেস্ট
বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। মেলবোর্ন টেস্টের দুদিন আগেই অস্ট্রেলিয়া একাদশ ঘোষণা করে দিয়েছেন। কেমন হল সেই দল? অস্ট্রেলিয়ার একাদশ নিয়ে সকলের কৌতূহল ছিল মূলত একটাই কারণে। ভারতের আতঙ্ক হয়ে ওঠা ট্র্যাভিস হেড কি একাদশে থাকবেন? কুঁচকির চোট রয়েছে হেডের। তাই বক্সিং ডে টেস্টে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। হেড না খেললে ভারত যে কিছুটা স্বস্তি পাবে, বলার অপেক্ষা রাখে না। কারণ, টেস্ট হোক বা ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল, ভারতের বিরুদ্ধে বারবার জ্বলে উঠেছেন হেড। চলতি সিরিজেও জোড়া সেঞ্চুরি করেছেন তিনি।
তবে অস্ট্রেলিয়া যে একাদশ ঘোষণা করেছে, তা উদ্বেগে রাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। কারণ, সেই দলে রাখা হয়েছে হেডকে। তিনি ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। সেই সঙ্গে অভিষেক হতে চলেছে স্যাম কনস্টাসের। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, ব্রিসবেনে তৃতীয় টেস্টে ব্যাটিং করার সময় কুঁচকিতে চোট পেলেও হেড খেলতে প্রস্তুত।
আরও পড়ুন: বড়দিনের উপহার হিসেবে স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাকে কী দিলেন ধোনি জানেন?