মুম্বই: রমরমিয়ে চলছে পঞ্চাশের পাঞ্জা। বিশ্বজয়ী হওয়ার লক্ষ্যে সব দলই নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে। ভারতীয় দল (Indian Cricket Team) বর্তমানে অনবদ্য ফর্মে রয়েছে। জিতে নিয়েছে নিজেদে প্রথম পাঁচটি ম্যাচই। সামনে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা চ্যালেঞ্জ। আসন্ন রবিবার লখনউয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল। এরপর ২ নভেম্বর, বৃহস্পতিবার মায়ানগরী মুম্বইতে পড়শি শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে ভারত।


ভারত-শ্রীলঙ্কার সেই ম্যাচের আগেই মুম্বইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) উন্মোচিত হতে চলছে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মূ্র্তি। সচিনের বিরাট মূর্তি ইতিমধ্যেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসিয়ে দেওয়া হয়েছে। ম্যাচের আগেরদিন অর্থাৎ বুধবার, ১ নভেম্বর সেই মূর্তি উন্মোচিত হবে বলে জানান মুম্বই ক্রিকেট সংস্থার (Mumbai Cricket Association) প্রধান অমল কালে (Amol Kale)। জীবনের ময়দানে এই বছরই হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন সচিন। তাঁকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসেই অমল জানিয়েছিলেন মুম্বই ক্রিকেট সংস্থার তরফে সচিনের একটি মূর্তি স্থাপন করা চিন্তাভাবনা করা হচ্ছে। যেমন ভাবনা তেমনই কাজ। সেই চিন্তাভাবনা এবার বাস্তবের রূপ পেল।


 






প্রমোদ কাম্বলে নামক আমেদনগরের এক ভাস্কর এই মূর্তিটি তৈরি করেছেন। অমল জানান সচিনের মূর্তি-উদ্বোধন অনুষ্ঠানে 'ক্রিকেটের ঈশ্বর' নিজে তো উপস্থিত থাকবেনই। পাশাপাশি টিম ইন্ডিয়ার সদস্যরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ওয়াংখেড়ের সচিন তেন্ডুলকর স্ট্যান্ডের পাশেই এই মূর্তিটি থাকবে। ২০১১ সালের বিশ্বকাপের খেতাব জেতানো মহেন্দ্র সিংহ ধোনির বলটি যেখানে গিয়ে পড়েছিল, সেখানেও দুইটি বিশেষ সিট লাগানোর পরিকল্পনা ছিল। সেই দুই সিট লাগানোর কাজ কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে বলে আরও জানান মুম্বই ক্রিকেট সংস্থার আধিকারিক। এবার খালি মূর্তি উন্মোচনের অপেক্ষা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: একাদশের বাইরে বসে নিজেকে উদ্বুদ্ধ রাখাটা কঠিন, পাঁচ উইকেট নিয়েই অকপট শামি