নয়াদিল্লি: আজ ১১ মে, মাতৃদিবস, মায়েদের দিন। গোটা বিশ্ব জুড়ে না না ভাবে না না ক্ষেত্রের লোক এই দিনটা উদযাপন করেন। ক্রীড়াক্ষেত্র বা ক্রীড়াব্যক্তিত্বরাও কিন্তু পিছিয়ে থাকেন না। অতীতে মাতৃদিবসে ভারতীয় ক্রিকেটারদের জার্সিতে মায়ের নাম নিয়ে মাঠে নামতে দেখা গিয়েছে। এ মরশুমেও এসি মিলানের মতো বড় ফুটবল ক্লাব নিজেদের জার্সিতে মায়ের নাম লাগিয়েই খেলতে নেমেছে। এই বিশেষ দিনে নিজেদের মায়ের প্রতি ভালবাসা ও কৃতজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা।
সচিন নিজের মা রজনী তেন্ডুলকরের উদ্দেশে লেখেন, যে তাঁর মায়ের প্রার্থনাই তাঁকে এই স্থানে পৌঁছতে সাহায্য করেছে। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমি আজ যা কিছু, তার সবটাই শুরু হয়েছিল ওঁর প্রার্থনা ও শক্তির জেরে। আমার মা চালিকাশক্তি। মা রা তো সবসময় এমনই হয়। বিশ্বের সকল মায়েদের আজ জানাই মাতৃদিবসের হার্দিক শুভেচ্ছা।'
রোহিত শর্মার পোস্টেও ছিল ভালবাসা ও কৃতজ্ঞতার ছোঁয়া। তিনি লেখেন, 'যাঁরা আমাদের এই পৃথিবীটাকে হাসিখুশিতে ভরিয়ে তোলেন, তাঁদেরকে মাতৃদিবসের শুভেচ্ছা।' রোহিত শর্মা নিজের মা পূর্ণিমা, স্ত্রী রীতিকা এবং সম্ভবত তাঁর মার ছবি এই বিশেষদিনে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কথাগুলি লেখেন। তবে শুধু তাঁরা নন, রোহিতের পোস্ট প্রমাণ করে যে তিনি আর পাঁচজনের থেকে কেন ভিন্ন। মাতৃদিবসে তিনি মাতৃরূপে গণ্য হওয়া পৃথিবীকেও ধন্যবাদ জানান।
বিরাট কোহলিও (Virat Kohli) এই বিশেষ দিনে নিজের মা, স্ত্রী অনুষ্কা শর্মার পাশাপাশি অনুষ্কার মাকে মাতৃদিবসের শুভেচ্ছা জানান এবং সকলকেই কৃতজ্ঞতা জানান। সকলকে কৃতজ্ঞতা জানিয়য়ে কোহলি লেখেন, 'বিশ্বের সমস্ত মাকে মাতৃদিবসের শুভেচ্ছা। আমি একজনের ছেলে হয়ে জন্মেছি, একজন আমাকে গ্রহণ করেছেন এবং একজনকে আমাদের সন্তানদের শক্তিশালী, স্নেহময়ী মা হয়ে উঠতে দেখেছি। আমরা আপনাদের প্রতিদিন আরও বেশি বেশি করে ভালবাসছি।'