মুম্বই: ২৪ বছরের দীর্ঘ কেরিয়ার। ১০০ টেস্ট শতরান। দুশো টেস্ট ম্য়াচ। সর্বাধিক আন্তর্জাতিক রান। গুচ্ছ গুচ্ছ রেকর্ডের মালিক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ১২ বছর পরও সচিন রমেশ তেন্ডুলকর এক অনুপ্রেরণার নাম। এবার কিংবদন্তি এই ক্রিকেটারকে বিসিসিআইয়ের লাইফটাইম অ্য়াচিভমেন্ট পুরস্কারের পুরস্কৃত করা হল। কর্নেল সি কে নাইডু লাইফটাইম অ্য়াচিভমেন্ট পুরস্কার পেলেন মাস্টার ব্লাস্টার। ভারতীয় ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের জন্য সচিনকে জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হল।
বোর্ডের বার্ষিক অনুষ্ঠানেই সচিনকে এই সম্মান তুলে নিল বিসিসিআইয়ের প্রাক্তন সচিব ও বর্তমানে আইসিসি চেয়ারম্য়ান জয় শাহ। সঞ্চালক হর্ষ ভোগলে তাঁকে অনুরোধ করেছিলেন যে বর্তমান ক্রিকেটারদের কী বার্তা দিতে চান? সচিন বলেন, ''আজ ক্রিকেট না থাকলে কেউই আমরা এই ঘরে বসার সুযোগ পেতাম না। আমার কাছে এটাই সবচেয়ে বড় উপহার। ব্যাট-বল আমার কাছে আছে। তাঁকে সম্মান দিতে হবে। ধরে রাখতে হবে। মুঠো আলগা করলে তারাও থাকবে না। ক্রিকেটও থাকবে না। কেরিয়ারও শেষ হয়ে যাবে।''
একটা সময় সচিনের ব্যাটে স্পনসর ছিল না। তবুও তিনি কোনও তামাক জাতীয় বা সুরার ব্র্যান্ডের বিজ্ঞাপন করেননি। সে কথা উল্লেখ করে সচিন বলেন, ''কেরিয়ারের শুরুর দিকে নব্বইয়ের দশকে ২ বছরের মত আমার ব্যাটের কোনও স্পনসর ছিল না। তবুও আমি তামাকজাতীয় ও মদ্যপান জাতীয় কোনও ব্র্যান্ডের বিজ্ঞাপন করিনি। কারণ পারিবারিক শিক্ষাটা আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ ছিল। জীবনে এই মূল্যবোধ আমার কাছে বিশাল।''
এদিকে, বিসিসিআইয়ের তরফে ২০২৩-২৪ মরশুমে পুরুষদের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পেলেন জসপ্রীত বুমরা। সেরা মহিলা আন্তর্জাতিক ক্রিকেটার হলেন স্মৃতি মন্ধানা। কিছুদিন আগেই আইসিসিও সম্মানিত করেছিলেন বুমরাকে। সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বুমরা। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ফর্ম্য়াটে সর্বাধিক ৭১ উইকেট নিয়েছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১৫ উইকেট নিয়েছিলেন। ফাইনালে ম্য়াচ জেতানো বোলিং পারফরম্য়ান্স ছিল। আইসিসি অন্যদিকে স্মৃতিকে বছরের সেরা ওয়ান ডে ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছিল। বিসিসিআইয়ের তরফেও মহিলা ক্রিকেটে সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের তকমা পেলেন বাঁহাতি ভারতীয় ওপেনার। মোট ৭৪৩ রান করেছেন ২০২৩-২৪ মরশুমে গত বছর। ওয়ান ডে ফর্ম্য়াটে সর্বাধিক ৪টি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে।