নয়াদিল্লি: দুরন্ত আইপিএল, কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা, প্রবল প্রত্যাশা নিয়ে হেডিংলেতে টেস্ট (ENG vs IND) অভিষেক ঘটিয়েছিলেন সাই সুদর্শন (Sai Sudharsan)। তবে অভিষেকটা তেমন আনন্দের হয়নি। প্রথম ইনিংসে তিন নম্বরে ব্যাট করতে নেমে খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। দ্বিতীয় ইনিংসে তাঁকে বেশ ভাল ছন্দে দেখালেও ৩০ রানেই আউট হন বাঁ-হাতি ব্যাটার। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এবার তাঁর খেলা নিয়ে প্রবল সংশয় তৈরি হল।
তবে সুদর্শনের সমস্যা কম রান নয়। তিনি আসলে একাদশ থেকে তাঁর চোটের কারণে বাদ পড়তে পারেন। রিপোর্ট অনুযায়ী তামিলনাড়ুর ব্যাটার প্রথম টেস্টে খেলাকালীনই কাঁধে চোট পেয়েছেন। এই চোটের জেরেই তিনি দ্বিতীয় টেস্টে না ও খেলতে পারেন। তবে ব্যাটিং নয় ফিল্ডিং করার সময়ই ম্য়াচের পঞ্চম দিন কাঁধে চোট পান সুদর্শন।
তবে শুধু সুদর্শন নন, দ্বিতীয় টেস্টে যশপ্রীত বুমরার অংশগ্রহণ নিয়েও ধোঁয়াশা রয়েছে। এই সিরিজ়ের মাধ্যমেই তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন। অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে তাঁর পিঠে চোট লাগে। সেই সমস্যার জেরেই তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও বেশ কয়েকটি ম্য়াচ মিস করেন তারকা ফাস্ট বোলার। তারপর দলে ফিরলেও, সেটা ছিল টি-টোয়েন্টি ফর্ম্যাট, এটা টেস্ট ক্রিকেট। তাই তিনি কতটা ম্যাচ ফিট সেই নিয়ে সংশয় আছে।
তাঁর ওপর বাড়তি চাপ না দেওয়ারই পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। সেই কথা মাথায় রেখেই কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন বুমরা পাঁচ টেস্ট সিরিজ়ের মধ্যে তিনটি টেস্টই খেলবেন। বুমরা নিজেও একথা জানিয়েছিলেন। তবে প্রথম টেস্টে তিনি খেললেও দল পরাজিত হয়। এরপরে কি তাহলে এজবাস্টনে ২ জুলাই থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে মাঠে নামছেন? এই প্রশ্নই সকলের মাথায় ঘোরাফেরা করছে।
প্রথম টেস্টের পর ভারতীয় অধিনায়ক শুভমন গিলকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এটা সম্পূর্ণই পরিস্থিতির ওপর নির্ভরশীল। এই ম্য়াচের পর বেশ খানিকটা বিরতি রয়েছে। তাই ওই ম্যাচের কাছাকাছি সময়ে গিয়ে আমরা শেষ সিদ্ধান্ত নেব।' তবে দীনেশ কার্তিক মনে করছেন প্রথম টেস্টে বুমরা অনেক ওভার বল করেছেন। তারপর এজবাস্টনের পাটা পিচে তিনি নিজেই হয়তো খেলতে চাইবেন না। তাই তাঁর মতে লর্ডসে তৃতীয় টেস্টে বুমরাকে আবার খেলতে দেখা যেতে পারে।