মুম্বই: শ্রীলঙ্কা সফরের (IND vs SL) মাধ্যমেই ভারতীয় কোচ হিসাবে গৌতম গম্ভীর জমানা শুরু হচ্ছে। তবে গম্ভীরের সাপোর্ট স্টাফ কারা হবেন, সেই নিয়ে এখনও বিসিসিআইয়ের তরফে কিছু জানানো হয়নি। তবে খবর অনুযায়ী টিম ইন্ডিয়ার বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন সাইরাজ বাহুতুলে (Sairaj Bahutule)। দলের সঙ্গে তিনি শ্রীলঙ্কা সফরে যাবেন।
বাহুতুলেকে অবশ্য পাকাপাকিভাবে নয়, বরং শ্রীলঙ্কা সফরের ছয় ম্যাচের সাদা বলের সিরিজ়ের জন্য অস্থায়ীভাবেই সিনিয়র দলের বোলিং কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি এই ভূমিকায় কিন্তু নতুন নন। বাহুতুলে ভারতের এ দল এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বিগত তিন বছর ধরে বোলিং কোচের দায়িত্বে রয়েছেন। ভারতীয় সিনিয়র দলের হয়ে কোচ রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের সাপোর্ট স্টাফের অংশ হয়ে অস্থায়ীভাবে একাধিক সিরিজ়ে বোলিং কোচের দায়িত্ব সামলেছেন ৫১ বছর বয়সি প্রাক্তনী। সদ্য সমাপ্ত জিম্বাবোয়ে সফরেও তিনি দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন।
কোচিংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক কিন্তু একেবারেই নতুন কিছু। জাতীয় দল তো বটেই, অতীতে ঘরোয়া ক্রিকেটেও একাধিক দলের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন ভারতের হয়ে দুই টেস্ট এবং আটটি ওয়ান ডে ম্যাচ খেলা এই প্রাক্তনী। এই দলগুলির মধ্যে বাংলাও রয়েছে। ২০১৫ সালে মনোজ, ঋদ্ধিদের সঙ্গে বাংলার হয়ে কোচের ভূমিকায় কাজ করেছেন তিনি। কেরল দলের দায়িত্বেও ছিলেন। এছাড়া ২০১৮ মরশুমে আইপিএলে রাজস্থান রয়্যালসের বোলিং কোচের ভূমিকাতেও দেখা গিয়েছিল বাহুতুলেকে।
গত মরশুমে শ্রীলঙ্কার ভারত সফরের সময়ও টিম ইন্ডিয়ার সিনিয়ার দলের স্টাফে ছিলেন সাইরাজ বাহুতুলে। ২০১৭ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্টার অফ এক্সিলেন্সে তরুণ অজ়ি স্পিনারদের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বাহুতুলে লেগ স্পিনার হিসাবে ঘরোয়া ক্রিকেটে ১৮৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৩০টি উইকেট নিয়েছেন। মুম্বইয়ের হয়ে ৬১৭৬ রানও করেছেন ব্যাট হাতে। তাঁর উপস্থিতিতে যে অক্ষর পটেল, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দররা উপকৃত হবেন, তা বলাই বাহুল্য।
তবে পাকাপাকিভাবে ভারতীয় দলের বোলিং কোচ হওয়ার দৌড়ে কিন্তু এখনও মর্নি মর্কেলই ফেভারিট বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই নাকি প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলারের সঙ্গে বোর্ড আধিকারিকরা কথাবার্তাও বলেছেন। মর্কেলই বোলিং কোচ হিসাবে কোচ গম্ভীরের প্রথম পছন্দ ছিলেন। তবে তিনি আপাতত প্রিটোরিয়ার রয়েছেন। তাঁর বাবা অসুস্থ। সেই কারণেই সম্ভবত তাঁর সঙ্গে চুক্তি এখনও পাকা হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: স্পিন ফাঁদেই আটকে গেল আমিরশাহি, ৭৮ রানে ম্যাচ জিতে এশিয়া কাপে দুই দুই করল ভারত