মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে (IND vs AUS 4th Test) বিরাট কোহলি (Virat Kohli) ও স্যাম কনস্টাসের (Sam Konstas) বিবাদ, ধাক্কাধাক্কি শিরোনাম কেড়েছে। অস্ট্রেলিয়ান মিডিয়া তো রাতারাতি বিরাট কোহলিকে ভিলেন বানিয়ে দিয়েছে। ভারতীয় তারকার দিকে ধেয়ে আসছে কটাক্ষও। তবে এই সবের মাঝেই স্যাম কনস্টাসের এক পুরনো ভিডিও ভাইরাল হয়েছে।


১৯ বছর বয়সি স্যাম কনস্টাস এই বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ দলের অংশ ছিলেন। সেই সময় তাঁকে একাধিক তারকা ক্রিকেটারদের মধ্যে বেছে নেওয়ার বিকল্প দেওয়া হয়। সেখানে সর্বশেষ আসে বিরাট কোহলির নাম। কনস্টাস সকলকে খানিকটা চমকে দিয়েই স্বদেশীয় স্টিভ স্মিথ ও বিরাট কোহলির মধ্যে কিন্তু 'কিং কোহলি'-কেই বেছে নেন। এই ভিডিওটিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কনস্টাসের প্রিয় ক্রিকেটারই বিরাট কোহলি।


 






অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলার কয়েক মাসের মধ্যেই জাতীয় দলে কনস্টাসের অভিষেক ঘটে। সেই অভিষেক ম্যাচেই বিরাট কোহলির সম্মুখসমরে তিনি পড়বেন বলে হয়তোই ভেবেছিলেন কনস্টাস। বক্সিং ডে টেস্টের প্রথম দিনই কোহলি কনস্টাসকে কার্যত ধাক্কা মারেন। অভিজ্ঞ এক ক্রিকেটারের টিনএজ ক্রিকেটারের সঙ্গে এই ঘটনা ঘটানো নিয়ে শোরগোল পড়ে যায়। এই ঘটনার পরে কিন্তু কোহলিকে কড়া শাস্তির মুখেও পড়তে হয়।


প্রথম দিনের খেলা শেষ হতে না হতেই কোহলিকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট ডেকে পাঠান। এরপরেই শাস্তি পান ভারতীয় তারকা। কোহলির ম্যাচ থেকে প্রাপ্ত বেতনের ২০ শতাংশ তো কাটা গেলই, পাশাপাশি তাঁকে এক ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। কোহলিকে এই ঘটনার জেরে গ্যালারি থেকে কড়া কটাক্ষেরও শিকার হতে হয়।


দ্বিতীয় দিনের শেষবেলায় ৩৬ রানের ইনিংস খেলে স্কট বোল্যান্ডের সেই চতুর্থ স্টাম্পের বলে খোঁচা দিয়ে আউট হন কোহলি। একাগ্রতার সঙ্গে ব্যাটিং করেও ক্ষণিকের ভুলে ফের একবার ব্যর্থ হয়ে সাজঘরে ফিরছিলেন হতাশ কোহলি। এই সময়ই তাঁর উদ্দেশে সমর্থকদের একাংশের তরফে কটাক্ষ উড়ে আসে। তখনই মেজাজ হারান বিরাট। এমসিজির টানেলে ঢোকার মুখে তাঁকে কটাক্ষ করা সমর্থকদের দিকে ফিরে তাকান কোহলি। তবে সৌভাগ্যবশত জিনিসপত্র নাগালের বাইরে যাওয়ার আগেই সেখানে উপস্থিত এক নিরাপত্তাকর্মী কোহলিকে শান্ত করে তাঁকে সাজঘরে ফিরিয়ে নিয়ে যান।



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 



আরও পড়ুন: 'ফ্লাওয়ার নয়, ফায়ার', ব্যাট হাতে বক্সিং ডে টেস্ট মাতানো নীতীশ রেড্ডির সেলিব্রেশনে মজেছেন সুন্দর