আরামবাগ: তিনি বিরাট কোহলির (Virat Kohli) সুপারফ্যান । অথচ সেই প্রিয় নায়কের পা জড়িয়ে ধরে পড়েছিলেন বিপাকে । নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়েছিলেন যে!

Continues below advertisement

হুগলির আরামবাগের কলেজপড়ুয়া শৌভিক মুর্মুকে আটক করেছিল রাঁচি পুলিশ । উৎকণ্ঠায় ছিলেন বাড়ির লোকজনও । প্রশাসনিক স্তরেও শৌভিককে ছাড়িয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছিল । শৌভিকের বাবা সমর মুর্মু জানিয়েছিলেন, তাঁরাও বিভিন্ন মহলে অনুরোধ করছেন যাতে ছেলেকে বাড়ি ফিরিয়ে আনা যায় ।

শেষ পর্যন্ত ভক্তকে ছাড়াতে উদ্যোগী হন স্বয়ং কোহলি! ফোন করে অনুরোধ করেন যাতে তাঁর বাঙালি অনুরাগীকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়!

Continues below advertisement

পুলিশ ছেড়ে দেওয়ার পর এ কথা জানালেন শৌভিক নিজেই । বুধবারই যিনি আরামবাগের বাড়িতে ফিরেছেন । বাড়ি ফেরার পর শৌভিক বলেছেন, 'আমাকে পুলিশ আটক করে থানায় রেখেছিল । কোন থানা সেটা ঠিক মনে করতে পারছি না । তবে কোহলি স্যর ফোন করে পুলিশকে বলে দেওয়ার পরই আমাকে ছেড়ে দেওয়া হয় ।'

রাঁচিতে হোটেলে একদিন কাটিয়েছেন শৌভিক । বলেছেন, 'আমাকে পুলিশ ছেড়ে দেওয়ার পর বাড়ির লোক পৌঁছতে পারেনি বলে একদিন হোটেলে কাটাতে হয় । তারপর বাড়ি ফেরার বন্দোবস্ত হয় ।'

কী করেছিলেন শৌভিক? হুগলির আরামবাগের আদিবাসী তরুণ কলেজপড়ুয়া । দীর্ঘদিন ধরেই তিনি কোহলির ভক্ত । কেশবপুর কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের কলাবিভাগের প্রথম বর্ষের ছাত্র । বিরাট কোহলিকে ঈশ্বর রূপে পুজো করেন প্রায় । গত আইপিএলের সময় প্রিয় নায়কের দেখা পেতে কাবলে থেকে সাইকেলে চেপে বেঙ্গালুরুতে পাড়ি দিয়েছিলেন শৌভিক । কিন্তু বিরাটের সঙ্গে সাক্ষাৎ হয়নি । তারপর পাড়ি দিয়েছিলেন কিংগ কোহলির বাড়ি পর্যন্ত । তাতেও প্রিয় তারকাকে ছুঁয়ে দেখতে পারেননি । রবিবার অবশেষে স্বপ্নপূরণ শৌভিকের । রাঁচিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডে ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েছিলেন । কোহলি তখন সবে সেঞ্চুরি পূর্ণ করেছেন । তাঁর পা জড়িয়ে ধরেন শৌভিক । 

তারপরেই অবশ্য পুলিশের জালে আটক হন শৌভিক । তাঁকে আটক করে রেখেছিল পুলিশ । শৌভিকের বাড়িতে ফোন করে রাঁচি পুলিশ জানিয়েছিল যে, বিরাট কোহলিকে ছুঁতে মাঠে ঢুকে পড়ায় তাঁকে আটক করা হয়েছে । অবশেষে তিনি পেলেন মুক্তি ।