ডুন্ডি: ওয়ান ডে ফর্ম্য়াটে (ODI International Match) নতুন নজির গড়লেন স্কটল্যান্ডের ব্রেন্ডন ম্য়াকমুলেন। টেক্কা দিলেন কিংবদন্তি বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিল দেব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান ও প্রাক্তন প্রোটিয়া তারকা লান্স ক্লুজসনারকে। ওয়ান ডে ফর্ম্য়াটে দ্রুতত ১০০০ রান ও ৫০ উইকেট নেওয়ার নিরিখে দ্বিতীয় দ্রুততম হয়েছেন স্কটিশ এই অলরাউন্ডার।

আইসিসি মেন্স ক্রিকেট বিশ্বকাপের লিগ ২-এর ম্য়াচে নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে খেলার সময় এই নজির গড়লেন স্কটিশ অলরাউন্ডার। ম্য়াচে ১৩ বলে মাত্র ৯ রান করেন ব্রেন্ডন। যদিও স্কটল্যান্ড প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৬২ রান বোর্ডে তুলেছিল। ব্যাট হাতে বড় রান না করতে পারলেও বল হাতে সাফল্য পান ব্রেন্ডন। তিনি ১০ ওভারে ৪০ রান খরচ করে ৩ উইকেট নেন। নেদারল্যান্ড ৪৫ ওভারে ২১৮ রানের বেশি তুলতে পারেনি। 

ম্য়াকমুলেন এই ফর্ম্য়াটে ৩৩ ম্য়াচে সময় নিলেন ১০০০ রান ও ৫০ উইকেট ঝুলিতে পোরার জন্য। তাঁর আগে শুধু এই ফর্ম্য়াটে রয়েছেন নেদারল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার রায়ান টেন দুশখাতে। তিনি ২৮ ম্য়াচে হাজার রান ও ৫০ উইকেট নিয়েছেন। কপিল দেব ৪৬ ইনিংসে এই মাইলস্টোন ছুঁয়েছিলেন। শাকিব আল হাসান সময় নিয়েছিলেন ৫০ ইনিংস। লান্স ক্লুজনার ৪২ ইনিংস সময় নিয়েছিলেন ও স্টিভ ওয়া ৪৬ ইনিংস সময় নেন। 

ক্রিকেটের অন্য়ান্য খবর

আইসিসি হল অফ ফেম

আইসিসির এই অনুষ্ঠানটি টিভিতেও সম্প্রচার করা হবে। ৯ জুন বিকেল ৪.৩০ থেকে এই অনুষ্ঠান শুরু হবে। উপস্থিত থাকবেন এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দলের ২ অধিনায়ক। অর্থাৎ তেম্বা বাভুমা ও প্যাট কামিন্সকে দেখা যাবে। ভারতে জিও হটস্টারে এই প্রোগ্রামটি দেখা যাবে। 

আইসিসি চেয়ারম্য়ান জয় শাহ বিবৃতি দিয়ে জানিয়েছেন, ''বিশ্ব ক্রিকেটের মহাণ ক্রিকেটারদের এই আইসিসি হল অফ ফেমের মাধ্যমে সম্মান জানাতে চাই। তাঁরা তাঁদের কেরিয়ারে নিজের সেরা পারফরম্য়ান্সের মধ্যে দিয়ে কৃতিত্ব স্থাপণ করেছেন। আমি আশাবাদী ক্রিকেট সমর্থক ও ক্রিকেটপ্রেমীরাও এই অনুষ্ঠানটি দেখার জন্য অধীর আগ্রহে থাকবেন।''

এর আগে এই উপাধি পেয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার জেমস অ্য়ান্ডারসন। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তারকা ইংরেজ পেসার।