নয়াদিল্লি : পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয়তো পাকিস্তানে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল। এই সংক্রান্ত রিপোর্ট সামনে আসার পর বড় দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তাঁর মতে, ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে এলে বিরাট কোহলি এখানে যে ভালবাসা ও স্নেহ পাবেন তাতে তিনি ভারতে পাওয়া ভালবাসা ও স্নেহকেও ভুলে যাবেন। পাকিস্তানি কিংবদন্তির বক্তব্য, পাকিস্তানে কোহলির বহু ভক্ত আছে। এর পাশাপাশি আফ্রিদি ভারতীয় দলের কাছে আবেদন জানিয়েছেন, দুই দেশের রাজনৈতিক সমীকরণের দিকটি দূরে সরিয়ে রেখে ২০২৫-এ টিম ইন্ডিয়া যেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে সেদেশে যায়।
আফ্রিদি নিউজ২৪ স্পোর্টস ইউটিউব চ্যানেলে বলেন, 'ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে স্বাগত জানাচ্ছি। ওদের আসা উচিত। আমরা সবসময় ভারত সফরে প্রচুর সম্মান ও ভালবাসা পেয়েছি। একইভাবে, ২০০৫ সালে যখন ভারতীয় দল পাকিস্তানে সফর করেছিল সেইসময় তারাও প্রচুর ভালবাসা ও সম্মান পেয়েছিল। রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে হবে ক্রিকেট ট্যুরগুলোকে। ভারত ও পাকিস্তানে একে অপরের বিরুদ্ধে নিজেদের দেশে খেলছে, এর থেকে বড় হতে পারে না রাজনীতি।'
তাঁর সংযোজন, 'বিরাট যখন পাকিস্তানে খেলতে আসবে ও ভারতে পাওয়া ভালবাসা ও স্নেহ ভুলে যাবে। ওকে নিয়ে পাকিস্তানে প্রচুর উন্মাদনা আছে। আমাদের দেশের মানুষ ওকে খুব ভালবাসে। তাছাড়া, ও আমারও প্রিয় খেলোয়াড়। ওর নিজের একটা ক্লাস আছে। ওর টি২০ থেকে এখনই অবসর নেওয়া উচিত নয়। কারণ, ওর জন্যই টি২০ দেখতে ভাল লাগে।'
পাকিস্তানের (IND vs PAK) মাটিতে আয়োজিত হলে আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) খেলবে না ভারত? ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে, জল্পনা নয়, হয়তো সত্যিই পাক-ভূমে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
তবে ভারতকে ছাড়া কোনও আইসিসি ইভেন্ট অকল্পনীয়। শুধু ভারতীয় দলের ম্যাচ আয়োজন করেই যে বিশাল অঙ্কের লাভ হয় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার, অন্য কোনও দেশের ম্যাচ থেকে তার সিকিভাগও আসে না আইসিসি-র কোষাগারে। তাই ভারতীয় ক্রিকেট দলকে ছাড়া বড় টুর্নামেন্ট আয়োজন করা ক্রিকেটের নিয়ামক সংস্থার কাছে আর্থিকভাবেও বিরাট লোকসানের।
আর সেই কারণেই ভারত চাইছে টুর্নামেন্ট একেবারে বয়কট না করে বিকল্প কিছু ভাবা হোক। আইসিসিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রস্তাব হল, শুধু পাকিস্তানে নয়, হাইব্রিড মডেলে আয়োজিত হোক চ্যাম্পিয়ন্স ট্রফি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।