নয়াদিল্লি : পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে তীব্র আক্রমণ প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির। তাঁর চাঁচাছোলা বক্তব্য, পাকিস্তান ক্রিকেট বোর্ডের এবার নতুন অধিনায়ক খুঁজে নেওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় আফ্রিদিকে বলতে শোনা যাচ্ছে, অধিনায়ক হিসাবে বাবরকে প্রচুর সময় দেওয়া হয়েছে। এবার নতুন অধিনায়ক নিয়োগ করা উচিত। যে কোনও অধিনায়কের থেকে অনেক বেশি সমর্থন পেলেন বাবর। কিন্তু, সাফল্য খুব কম।
আফ্রিদি বলেন, 'যদি বাবরের কথা বলি, তাহলে বলতে হয় এতদিন কোনও অধিনায়কই সুযোগ পাননি। আমিও পাকিস্তানের অধিনায়ক থেকেছি। অধিনায়ক থেকেছেন ইউনুস খান, মিসবা-উল-হক। কিন্তু, এতদিন অধিনায়কত্ব করার সুযোগ আমরা কেউ পাইনি। যেই বিশ্বকাপ শেষ হয়ে যেত, সেই আমাদের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হত।'
পাকিস্তান টি২০ বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকেই ছিটকে যাওয়ার পর সেদেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার, বিশেষজ্ঞ ও ভক্তদের সমালোচনার শিকার হয়েছেন বাবর। এবার আফ্রিদি বলছেন, 'পাকিস্তানের এবার নতুন অধিনায়ক বেছে নিয়ে তাঁর সঙ্গেই জুড়ে থাকা উচিত। বাবর প্রচুর সুযোগ পেয়েছেন। ২-৩টি বিশ্বকাপ, ২-৩টি এশিয়া কাপ। আমার মতে, নতুন যাকেই আনা হোক, তাঁকে সম্পূর্ণ সমর্থন করতে হবে। আমি মনে করি, যে সিদ্ধান্তই নেওয়া হোক, তাতে অনেকটা সময় দেওয়া উচিত। তা সে অধিনায়ক বেছে নেওয়া হোক, কোচ বা সিস্টেম।'
গত বছর একদিনের বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালে উঠতে না পারায় পাকিস্তানের অধিনায়কত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন বাবর আজম। এরপর সাদা বলের ক্রিকেটে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে কয়েক মাসই সময় দেওয়া হয়েছিল। বাবরকে পুনর্বহাল করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
প্রসঙ্গত, শাহিন আফ্রিদি আবার শাহিদ আফ্রিদির জামাই। তাঁর মেয়ের সঙ্গে গত বছর বিয়ে হয়েছিল শাহিনের। এর পাশাপাশি নির্বাচন কমিটি যেখানে ৭ সদস্যের, সেখান থেকে ওয়াহাব রিয়াজ ও আবদুল রজ্জাককে সরানো নিয়েও বিভ্রান্তি প্রকাশ করেছেন শাহিদ আফ্রিদি।
এদিকে পাকিস্তানের (IND vs PAK) মাটিতে আগামী বছর আয়োজিত হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)ষ কিন্তু, সেখানে খেলবে না ভারত ? ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে, জল্পনা নয়, হয়তো সত্যিই পাক-ভূমে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।