নয়াদিল্লি : ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি গ্যারি সোবার্স ও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক কালিসের সঙ্গে এক আসনে বসে পড়লেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ও ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসাবে টেস্টে ৬ হাজারের বেশি রান ও ২০০-র বেশি উইকেটের মালিক হলেন স্টোকস। ওয়েস্ট্ ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজে লর্ডসে অনুষ্ঠিত হওয়া প্রথম টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন ইংল্যান্ডের অলরাউন্ডার। নিজের প্রথম ওভারেই কির্ক ম্য়াকেঞ্জিকে আউট করে টেস্টে ২০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়েন তিনি। এখনও পর্যন্ত ১০৩ টেস্টে ২০০ উইকেট নিয়েছেন স্টোকস। অন্যদিকে, ব্যাট হাতে ৩৫.৩০ গড়ে ৬ হাজার ৩২০ রান তুলেছেন। এরমধ্যে ১৩টি শতরান ও ৩১টি অর্ধ শতরান রয়েছে। স্টোকসের সর্বোচ্চ রান ২৫৮। এদিকে সোবার্সের ঝুলিতে রয়েছে ৯৩ টেস্টে ৮ হাজার ৩২ রান ও ২৩৫টি উইকেট। কালিস ১৬৬টি টেস্টে খেলে ১৩ হাজার ২৮৯ রান ও ২৯২টি উইকেট নেন।


এর পাশি ক্রিকেটবিশ্বে ষষ্ঠ ও ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট ১০ হাজার রান ও ৩০০ উইকেট রয়েছে। ২৬০ আন্তর্জাতিক ম্যাচে স্টোকসের সংগ্রহ ১০ হাজার ৩৬৮ রান। গড় ৩৫.৭৫।  এরমধ্যে ১৮টি শতরান ও ৫৬টি অর্ধ শতরান রয়েছে। সর্বোচ্চ রান ২৫৮। এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৩০০ উইকেটও নিয়েছেন। 


তিনি ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্ল হুপার, শ্রীলঙ্কার কিংবদন্তি সনৎ জয়সূর্য, কালিস, পাকিস্তানের শাহিদ আফ্রিদি ও বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান টেস্টে ১০ হাজার রান ও ৩০০ উইকেট নিয়েছেন। 


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ানরা। ১২১ রানে গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৫০ রানের লিড নেয়। মোট ৩৭১ রান করে ইংরেজরা। প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া টি২০ বিশ্বকাপে সেভাবে দাগ কাটতে না পারলেও, সেমিফাইনাল পর্যন্ত পৌঁছন ইংরেজরা। কিন্তু, ভারতের সামনে তাঁদের থামতে হয়। টিম ইন্ডিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইংল্যান্ড। টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। রোহিত শর্মার নেতৃত্বে লেখা হয় নতুন অধ্যায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।