ঢাকা: নিজের টেস্ট ক্রিকেট কেরিয়ারের শেষ সিরিজ খেলত চলেছেন শাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের মাটিতে ০-২ ব্যবধানে সিরিজে হেরে নিজেদের দেশে ফিরেছে টাইগার বাহিনী। অন্য়দিকে, চলতি বছর আগস্টের পর ফের টেস্ট সিরিজ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। 


এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সবার নীচে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা অন্যদিকে সাদা বলের ফর্ম্য়াটে বেশ কয়েকটি সিরিজ খেলে ফিরছে। তারা চাইবে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা তৈরি করতে। সেক্ষেত্রে বাংলাদেশ সিরিজ তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে স্কোয়াড বিসিবি ঘোষণা করেছে, তাতে প্রথমবার ডাক পেয়েছেন জাকের আলি। 


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের ঘোষিত বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত, শাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন দাস, জাকের আলি, মেহদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা


উল্লেখ্য, মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামী ২১ অক্টোবর থেকে শুরু বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টটি আগামী ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে


এদিকে, নিজের শেষ টেস্ট সিরিজে স্মরণীয় পারফর্ম করতে মরিয়া থাকবেন শাকিব আল হাসান। তাঁকে বাংলাদেশের সর্বকালের সর্বসেরা ক্রিকেটার বলে মনে করেন অনেকেই। তবে ২২ গজের বাইরে শাকিব আল হাসান বারংবার বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি বাংলাদেশের তারকার বিরুদ্ধে খুনের মামলাও দায়ের করা হয়েছে। এর জেরেই তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে সংশয়। এই সবের মাঝেই দেশবাসীর কাছে ক্ষমা চাইছিলেন শাকিব আল হাসান। এক আবেগঘন পোস্টে শাকিব দেশের রাজনৈতিক অস্থিরতায় নীরব থাকার জন্য বাংলাদেশবাসীর কাছে ক্ষমা চান। তিনি লেখেন, 'আসসালামু আলাইকুম, আমার দেশের প্রতিটি মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা। আমার প্রতি আপনাদের দোয়া ও ভালবাসা আমাকে আজকের এই সাকিব আল হাসান হিসেবে বিশ্ব দরবারে সমাদৃত করেছে। শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সকল আত্মত্যাগকারী ছাত্রদের, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা এবং সমবেদনা। যদিও স্বজন হারা একটি পরিবারের ত্যাগকে কোন কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না। সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কোন কিছুতেই পূরণযোগ্য নয়।'