বেঙ্গালুরু: পূর্বাভাস আগে থেকেই ছিল, সেই পূর্বাভাস মতোই বুধবার বেঙ্গালুরুতে কার্যত আকাশ ভেঙে নামে ঝমঝমিয়ে বৃষ্টি। সেই বৃষ্টির জেরে এক বলও খেলা তো দূর, ম্যাচের টস করা পর্যন্ত সম্ভব হয়নি। ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের (IND vs NZ 1st Test) দ্বিতীয় দিনেও কি একইরকম পরিস্থিতি হবে? কেমন থাকবে 'গার্ডেন সিটি'র আবহাওয়া? 


AccuWeather-র রিপোর্ট ক্রিকেটপ্রেমীদের খুব একটা কিন্তু স্বস্তি দেবে না। এই রিপোর্ট অনুযায়ী, ম্যাচ শুরুর সময়কালে মাত্র ১৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিন যত গড়াবে ততই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ১০টার দিকে ১৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনাটাই বেড়ে দাঁড়াবে ৪৪ শতাংশ। বেলা ১২ টার দিকে সেই সম্ভাবনাটা ৫১ শতাংশ। দুপুরের দিকে ১টা নাগাদ সেটা খানিক কমে ৩৮ শতাংশ রয়েছে। তবে বিকেলে আবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিষয়টা হল দ্বিতীয় দিনের খেলা হয়তো প্রথম দিনের মতো সম্পূর্ণ ভেস্তে যাবে না। কিন্তু বারংবার বৃষ্টির জেরে ম্যাচে বিঘ্ন ঘটার পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর আকাশ তো গোটা দিনভরই মেঘলা থাকার পূর্বাভাস। 


এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। ম্যাচে খেলা কী সম্ভব হবে আদৌ? সময়ই দেবে এর জবাব। আপাতত অপেক্ষা আর আশা করা ছাড়া আর কোনও বিকল্প নেই। তবে প্রথম দিনের যে পরিমাণ সময় ভেস্তে গিয়েছে, তা যাতে খানিকটা হলেও উদ্ধার করা যায়, তার জন্য কিন্তু আম্পায়াররা ইতিমধ্যেই দিনের খেলা শুরুর সময়ে বদল এনেছেন।


আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছেন যে ম্যাচ প্রাথমিকভাবে ৯.৩০টায় শুরু হওয়ার কথা থাকলেও, তা ১৫ মিনিট এগিয়ে আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী ৯.১৫ থেকে শুরু হতে চলেছে ২২ গজের দ্বৈরথ। সব ঠিকঠাক থাকলে সকাল ৮.৪৫ নাগাদ ম্যাচের টস আয়োজিত হওয়ার কথা। 


নতুন সময় অনুযায়ী সকাল ৯.১৫ থেকে ১১.৩০টা পর্যন্ত প্রথম সেশন আয়োজিত হওয়ার কথা। ১২.১০ থেকে দুপুর ২.২৫ পর্যন্ত চলবে দ্বিতীয় সেশন। তারপর চা পানের বিরতি। শেষ সেশন শুরু হবে দুপুর ২.৪৫ চলবে বিকেল ৪.৪৫ পর্যন্ত। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফেও সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় দিনের জন্য ম্যাচের এই পরিবর্তিত সময় সূচি জানিয়ে দেওয়া হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: ভারত-নিউজ়িল্যান্ড সিরিজ়ে কোহলি, গিল থেকে কুলদীপ, একাধিক তারকাদের রেকর্ড গড়ার হাতছানি