অ্যান্টিগা: অ্যান্টিগার স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে নতুন কীর্তি গড়লেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। বিশ্বের প্রথম অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে পাঁচশো উইকেট ও ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন শাকিব। প্রথম বাঁহাতি স্পিনার হিসাবে শাকিব পাঁচশো টি-২০ উইকেটের মালিক হলেন। 

টি-২০ ফর্ম্যাটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকারী বোলারদের তালিকায় বাংলাদেশের অলরাউন্ডার পঞ্চম স্থানে রয়েছেন। আফগানিস্তানের রশিদ খান ৬৬০টি উইকেট নিয়ে তালিকায় সকলের ওপরে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের ডোয়েন ব্র্যাভো। ব্র্যাভোর রয়েছে ৬৩১টি উইকেট। ওয়েস্ট ইন্ডিজ়েরই সুনীল নারাইন ৫৯০টি উইকেট নিয়ে তালিকায় তিন নম্বরে। দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহিরের ঝুলিতে রয়েছে ৫৫৪টি উইকেট। শাকিব ছাড়া পাঁচশো উইকেট ও সাত হাজার রানের নজির স্পর্শ করতে পারেন আন্দ্রে মাসেল রাসেল। ক্যারিবিয়ান অলরাউন্ডারের সংগ্রহে ৪৮৭টি উইকেট রয়েছে। ব্যাট হাতে ৯,৩৬১ রানের মালিক তিনি।

শাকিবের পাঁচশোতম শিকার ছিলেন পাকিস্তানের ওয়ান ডে দলের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। নিজের বলেই তাঁর ক্যাচ নেন শাকিব। এরপর কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসির উইকেটও নেন বাঁহাতি স্পিনার। সেন্ট কিটস ১৩৩/৯ স্কোরে আটকে যায়।ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের হয়ে খেলছেন শাকিব। রবিবার সেন্ড কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে বল হাতে দু’ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শাকিব। পরে রান তাড়া করতে নেমে ১৮ বলে ২৫ রান করেন বাংলাদেশের অলরাউন্ডার। রান তাড়া করতে নেমে দু'বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ফ্যালকনস। ম্যাচের সেরার স্বীকৃতি পেয়েন শাকিবই।

 

ম্যাচের পর বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেছেন, 'দলের প্রতি অবদান রাখতে পারলে ভালই লাগে। বিশেষ করে দলের জয়ে অবদান রাখার অনুভূতি আলাদা। আত্মবিশ্বাস পাওয়া যায়। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্বে এরকম পারফরম্যান্স করতে পেরে আমি খুশি। আশা করছি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারব।' উঠতি ক্রিকেটারদের জন্য শাকিবের পরামর্শ, 'প্রত্যেক দিন ক্রিকেট বদলে যাচ্ছে। দশ বছর আগে যেমন ছিল, তার থেকে অনেকটাই পাল্টে গিয়েছে। মানসিকতা ও দক্ষতার প্রতি নজর দিতে হবে সকলকে। দলের প্রতি অবদান রাখতে পেরে আমি খুশি। আশা করি আরও কয়েকটি ম্যাচে এরকমই পারফরম্যান্স দেখাতে পারব।'