মুম্বই: রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন ইনিংসে মাত্র ৩ রান করে আউট হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও বড় ইনিংস খেলতে পারলেন না রোহিত শর্মা। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্য়াচ খেলছে মুম্বই। দ্বিতীয় ইনিংসে ৩৫ বলে ২৮ রানের ইনিংস খেলেন হিটম্য়ান। ২ টো বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। বড় রান পেলেন না যশস্বী জয়সওয়ালও। তিনি প্রথম ইনিংসে ৪ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করলেন ২৬ রান। তবে মুম্বইয়ের হয়ে দুর্দান্ত অপরাজিত শতরান হাঁকালেন শার্দুল ঠাকুর। আট নম্বরে নেমে ১১৯ বলে ১১৩ রান হাঁকিয়ে এখনও অপরাজিত রয়েছেন শার্দুল। নিজের ইনিংসে ১৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি এখনও পর্যন্ত। তাঁর সঙ্গে ক্রিজে আছেন তনুষ কোটিয়ান। তিনি ৫৮ রান করে অপরাজিত রয়েছেন।
জম্মু কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মুম্বই অল আউট হয়ে গিয়েছিল ১২০ রানে। জবাবে জম্মু কাশ্মীর ২০৬ রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ২৭৪ রান বোর্ডে তুলে নিয়েছে। এখনই ১৮৮ রানের লিড নিয়ে নিয়েছে অজিঙ্ক রাহানের দল।
এদিকে, এদিনের ম্য়াচে এক অদ্ভুত ঘটনা ঘটল। আউট হয়ে ফিরে যাওয়ার পর ফের ফিরিয়ে আনা হল মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানেকে। ঠিক কী হয়েছিল? জম্মু কাশ্মীরের পেসার উমর নাজিরের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়েছিলেন রাহানে। লেগসাইডে তাঁর খোঁচা ঝাঁপিয়ে ধরেন জম্মু কাশ্মীরের উইকেটকিপার কানহাইয়া ওয়াধাওয়ান। আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন রাহানে। কিন্তু উমর নাজিরের বলটি নো ছিল কি না, তা দেখতে আম্পায়ারদের সময় লেগে যায় প্রায় ৫ মিনিট। ততক্ষণে রাহানে ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন এবং ব্যাট করতে মাঠে নেমে পড়েছেন শার্দুল ঠাকুর। শেষ পর্যন্ত দীর্ঘক্ষণ রিপ্লে দেখার পর বলটিকে 'নো' ঘোষণা করেন আম্পায়ার। ড্রেসিংরুম থেকে ডেকে আনা হয় রাহানেকে।
অন্য়দিকে বল হাতে কামার রবীন্দ্র জাডেজার। সৌরাষ্ট্রের হয়ে রঞ্জিতে খেলেন তিনি। দিল্লির বিরুদ্ধে ম্য়াচে ১২ উইকেট তুলে নিলেন দুই ইনিংস মিলিয়ে। প্রথম ইনিংসে ৬৬ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৩৮ রানের বিনিময়ে ৭ উইকেট তুলে নেন তারকা বাঁহাতি অলরাউন্ডার। দিল্লিকে ১০ উইকেটে হারিয়ে রঞ্জিতে ম্য়াচ জিতে যায় সৌরাষ্ট্র।