মুম্বই: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) আম্পায়ারিং নিয়ে মহানাটক হয়ে গেল শুক্রবার। দুটি সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক। দুটিই মুম্বই বনাম জম্মু ও কাশ্মীরের ম্যাচে।
মুম্বই ক্রিকেট সংস্থার বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে মুখোমুখি হয়েছে মুম্বই ও জম্মু কাশ্মীর। ম্যাচে অজিঙ্ক রাহানে কট বিহাইন্ড হয়ে যান। তিনি মাঠ ছেড়েও বেরিয়ে যান। পরে তাঁকে ডেকে আনেন আম্পায়ার! যা নিয়ে তুমুল বিতর্ক। জম্মু ও কাশ্মীরের ক্রিকেটারেরা স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় ক্ষুব্ধ।
ঠিক কী হয়েছিল? জম্মু কাশ্মীরের পেসার উমর নাজিরের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়েছিলেন রাহানে। লেগসাইডে তাঁর খোঁচা ঝাঁপিয়ে ধরেন জম্মু কাশ্মীরের উইকেটকিপার কানহাইয়া ওয়াধাওয়ান। আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন রাহানে। কিন্তু উমর নাজিরের বলটি নো ছিল কি না, তা দেখতে আম্পায়ারদের সময় লেগে যায় প্রায় ৫ মিনিট। ততক্ষণে রাহানে ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন এবং ব্যাট করতে মাঠে নেমে পড়েছেন শার্দুল ঠাকুর। শেষ পর্যন্ত দীর্ঘক্ষণ রিপ্লে দেখার পর বলটিকে 'নো' ঘোষণা করেন আম্পায়ার। ড্রেসিংরুম থেকে ডেকে আনা হয় রাহানেকে। জম্মু কাশ্মীরের ক্রিকেটারেরা যদিও এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। বেনজির এই ঘটনায় ক্ষোভের সঞ্চার হয় তাদের শিবিরে।
তার মাত্র দু'ওভার আগেও ঘটে এক বিতর্কিত ঘটনা। এবার ঘটনার কেন্দ্রে শ্রেয়স আইয়ার। আম্পায়ারের বদান্যতায় তিনি বেঁচে যান বলেই মনে হয়েছে সকলের। আম্পায়ার এস রবি শ্রেয়সের ব্যাটের কানায় বল লাগলেও সেই শব্দ শুনতে পাননি। তিনি আইয়ারকে নট আউট দেন। যদিও আম্পায়ার নভদীপ সিংহ আইয়ারকে আউট দেন। সেই সময় রাহানে ও আইয়ার ২৯ রান যোগ করেছিলেন। আইয়ারকে আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায়। শেষ পর্যন্ত অবশ্য তিনি মাঠের বাইরে বেরিয়ে আসেন।
আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতার দিন হতাশ করলেন বাংলার বোলাররাও, মরণ-বাঁচন ম্যাচে কোণঠাসা বঙ্গ শিবির
শ্রেয়স তার আগের ইনিংসে ৭ বলে ১১ রান করেন। যুধবীর সিংহের বলে মিড অনে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন। তাঁর সংক্ষিপ্ত ইনিংসে ১টি চার এবং ১টি ছক্কা মেরেছিলেন আইয়ার। দ্বিতীয় ইনিংসে তিনি ১৬ বলে ৪টি চার মেরেছেন।
আরও পড়ুন: বিয়ের ২১ বছর পর ঘর ভাঙছে বীরেন্দ্র সহবাগের! স্ত্রী আরতির সঙ্গে বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা