মুম্বই: আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপের থিম সং প্রকাশিত হল। শ্রেয়স ঘোষালের কণ্ঠে ব্রিং ইট হোম সারা ফেলে দিয়েছে ইন্টারনেটে। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে এবার বসবে মহিলা ওয়ান ডে বিশ্বকাপের আসর। আইসিসির সোশ্য়াল মিডিয়ায় শ্রেয়ার গলায় এই থিম সংটি পোস্ট করা হয়েছে। গানটির মাধ্য়মে প্যাশন, দৃঢ়তা, স্বপ্নের এক সম্বিলিত বন্ধন প্রকাশ পেয়েছে। গানটি বিভিন্ন গানের প্ল্যাটফর্ম যেমন স্পটিফাই, অ্য়াপেল মিউজিক, অ্য়ামাজন মিউজিক, জিও সাভন, ইউটিউব মিউজিকে শুনতে পাওয়া যাবে।
শ্রেয়া জানিয়েছেন, ''এটা আমার কাছে বিরাট সম্মানের। আইসিসি মহিলা বিশ্বকাপের একটা অংশ হতে পারছি আমি। অফিশিয়াল গানটি গাইলাম। আমি আশা রাখি এই গান আরও উদ্বুদ্ধ করবে ভক্তদের। মহিলা ক্রিকেট নিয়েও জনপ্রিয়ত বাড়বে। উইমেন্স ক্রিকেট আরও সংঘবদ্ধ হবে।''
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা মহিলা বিশ্বকাপ। যা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। মোট আটটি দল যেমন ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান অংশ নেবে টুর্নামেন্টে।
বেশিরভাগ ম্য়াচই ভারতে আয়োজিত হবে। পাকিস্তান তাঁদের ম্যাচগুলো মূলত খেলবে শ্রীলঙ্কায়। ভারতের নবি মুম্বই, গুয়াহাটি, ইন্দোর, বিশাখাপত্তনমে খেলাগুলো হবে। অন্য়দিকে শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা হবে বিশ্বকাপের।
মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপে ভারতীয় বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন রেণুকা সিংহ। ঐতিহাসিক ইংল্যান্ড সফরে তিনি চোটেরা কারণে খেলতে পারেননি। তবে সেই চোট সারিয়ে বিশ্বকাপ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়, দুই স্কোয়াডেই ফিরেছেন রেণুকা। এছাড়া দীপ্তি শর্মা, হরলীন দেওল, জেমাইমারা তো রয়েইছেন। তরুণ ওপেনিং ব্যাটার শেফালি বর্মাকে ওয়ান ডে দল থেকে বাদ দেওয়া হেডলাইন হলেও, অস্বাভাবিক কিন্তু নয়।
তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে খেললেও, ওয়ান ডে দলে ছিলেন না। তখনই তাঁর বিশ্বকাপে সুযোগ পাওয়ার আশাটা বেশ খানিকটা ক্ষীণ হয়ে গিয়েছিল। শেষমেশ তাঁকে বিশ্বকাপ দল থেকে বাইরেই থাকতে হচ্ছে। সায়ালি সৎঘারেকে অস্ট্রেলিয়া সিরিজ়ে সুযোগ দেওয়া হলেও, তিনি বিশ্বকাপের দলে নেই। তরুণ অলরাউন্ডার আমনজ্যোৎ কৌরকে রাখা হয়েছে ভারতীয় মহিলা ওয়ান ডে দলের স্কোয়াডে।